চতুর্থ বিয়ের দ্বারপ্রান্তে কিম, পাত্র নিয়ে তুমুল আগ্রহে ভক্তরা

প্রকাশ : ১৭ মার্চ ২০২৫, ১২:০৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

মার্কিন অভিনেত্রী ও ফ্যাশন গার্ল কিম কার্দাশিয়ান। পেশাগত কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন। তিনটি বিয়ের গণ্ডি তিনি পেরিয়ে গেছেন বেশ আগেই। প্রথম বিয়ে করেন সংগীত প্রযোজক ড্যামন থমাসকে। এরপর ক্রিস হামফ্রিসের সঙ্গে তার বিয়ে মাত্র ৭২ দিন টিকেছিল। সর্বশেষ কেনি ওয়েস্টের সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে।

সম্প্রতি শোনা যাচ্ছে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। গোপনে প্রেমও চালিয়ে যাচ্ছেন, করছেন নিয়মিত ডেটিং! ৪৪ বছর বয়সি এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেরকম কিছু ইঙ্গিত দিয়ে ভক্তদের মনে তুমুল আগ্রহের সৃষ্টি করেছেন। কাকে বিয়ে করছেন কিম? এমন প্রশ্নও জাগছে তাদের মনে। তবে সেটা কিন্তু মোটেও জানাননি অভিনেত্রী।

মূলত তার এ সম্পর্কের বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয় গত বছর ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানীর ছেলে অনন্ত আম্বানীর বিয়ের সময়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে তিনি অনন্ত ও রাধিকার বিয়ের আংটি দেখে মন্তব্য করেছিলেন, ‘আমি ভাবছি আমার পরবর্তী আংটির (বাগদানের) আকৃতি কেমন হবে? আমার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না!’

তখন থেকেই কিমের পরবর্তী প্রেমিক কিংবা স্বামী কে, সেটার খোঁজ করছেন ভক্তরা। তবে প্রেমিকের সঙ্গে ডেটিং করলেও বিষয়টি তিনি তার ক্লাসিক ফ্যাশন কিংবা স্কিমস বডিস্যুটের চেয়েও শক্তভাবে লুকিয়ে রেখেছেন। মূলত কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, কিম পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গেও প্রেমের গুজব রটেছিল। কিন্তু সেগুলোর কোনো স্থায়িত্ব ছিল না।

তবে কিমের ঘনিষ্ঠজনের দাবি, ‘তিনি (কিম) বলেছেন, পরবর্তীতে যার সঙ্গে ডেট করবে সে এমন একজন হবেন, যিনি বিখ্যাত নন।’


আমার বার্তা/জেএইচ