এখনো ঈদের আনন্দে ভাসছে হিপহপ সিঙ্গার জুয়েল চৌধুরী

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫, ১৪:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ধনী-গরীব সবাই কাঁধে কাঁধ মিলিয়ে সুদুর দক্ষিন আফ্রিকাতেও  ঈদ উদযাপন করেছে বাংলাদেশিরা। আর বাঙলীদের ঈদের বারতি আনন্দের যোগান দিয়েছে আফ্রিকা প্রবাসি বাঙালী হিপহপ সিঙ্গার জুয়েল চৌধুরী। এখনো সেই ঈদের আনন্দে ভাসছে হিপহপ সিঙ্গার জুয়েল চৌধুরী। এ প্রসঙ্গে জুয়েল চৌধুরী সবাইকে ঈদের শুভে”ছা জানিয়ে বলে, প্রবাসীর ঈদ আনন্দের নয়, তবু আমরা সবাই প্রবাসে ঈদ উদযাপন করছি। আমাদের পরিবারের মুখে হাসি ফুটানোর জন্য।

সকল প্রবাসী ভাইদের প্রতি মানি হানি শিরোনামে গানের আফ্রিকান সংগীতে আত্মপ্রকাশ করেন জুয়েল। সেটি প্রথম প্রকাশ পায় ২০০৬ সালে। ২০১০ সালে পেইন কিলার নামে প্রথম অ্যালবাম প্রকাশ পায় এই শিল্পীর। এরপর শুধুই এগিয়ে যাবার চলা। ২০১৪ সালের দিকে জুয়েলের সাথে পরিচয় হয় জগত বিখ্যাত হিপহপ সিঙ্গার এসজাভার। সেই সুত্রে তার সঙ্গে প্রথম গান করেন ২০১৫ সালে।  

শো মি দ্যা মানি শিরোনামে গানটির মাধ্যমে সংগীতে তার পরিচিতি বাড়তে থাকে। এরপর এসজাভার সঙ্গে ২০১৬ সালে শরাব নামের আরও একটি গান করেন জুয়েল।

সম্প্রতি জুয়েল নতুনভাবে এসজাভার সঙ্গে আরও একটি গান করেছেন। গানের শিরোনাম হ্যান্ডসাম লাভার। এই গানে এসজাভা জুলু ভাষায় আর ইংরেজি অংশটুকু গেয়েছেন জুয়েল। নতুন গানটির সাফল্য নিয়ে তিনি বেশ আশাবাদী ।


আমার বার্তা/এমই