ধর্মীয় অনুভূতিতে আঘাত হানায় 'জাট' সিনেমার পাঁচজনের বিরুদ্ধে মামলা

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ১৩:৪০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ‘জাট’ সিনেমার একটি দৃশ্যে যিশু খ্রিস্টকে অবমাননা করা হয়েছে। সেখানে অভিনেতা রণদীপ হুদাকে গির্জার ভেতরে যিশুর মতো ভঙ্গিমায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং ঠিক সেই মুহূর্তে গুলির ঘটনা ঘটে। একই সঙ্গে, ‘আমেন’ শব্দটি ব্যবহার করে ব্যঙ্গাত্মক মন্তব্য করায় ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বলিউডের নতুন সিনেমা ‘জাট’ মুক্তির পর থেকেই বিতর্কে জড়িয়ে পড়েছে। সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত এ ছবির কয়েকটি দৃশ্য খ্রিস্টান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত করেছে বলে অভিযোগ উঠেছে। ফলে এবার এ বিতর্ক গড়িয়েছে আইনি প্রক্রিয়ায়।

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বৃহস্পতিবার রাতে পাঞ্জাব পুলিশের কাছে অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ ও প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ২৯৯ ধারায় তাঁদের বিরুদ্ধে এফআইআর রুজু হয়েছে। 

জানা গেছে, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশ প্রথমে দুই দিনের সময় নেয়। পর্যালোচনা শেষে সদর থানায় মামলাটি রুজু করা হয়।

এই ঘটনায় সানি দেওলের বিরুদ্ধে একাধিক ক্ষোভপ্রকাশ, পোস্টার পোড়ানো ও বয়কটের ডাকও ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। পরিস্থিতি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

 

আমার বার্তা/এল/এমই