ভারতীয় সংবাদমাধ্যমকে এক হাত নিলেন ঋত্বিক

প্রকাশ : ১১ মে ২০২৫, ১৫:২২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারত-পাকিস্তানের সংঘর্ষের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। অস্ত্রের ঝনঝনির মধ্যেই দুইদেশের গণমাধ্যম ও পিছিয়ে নেয়। চটকদার প্রতিবেদন দিয়ে দর্শকদের নজর কাড়তে ব্যস্ত পাক-ভারত সংবাদমাধ্যম। তবে ভারতের সংবাদমাধ্যম নিয়ে অসন্তোষ দেখা যাচ্ছে খোদ ভারতীয়দের মাঝে।

অস্বাভাবিক অঙ্গভঙ্গি এবং উদ্ভট কথার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সমালোচনার শিকার হচ্ছে ভারতীয় নাগরিকদের কাছে। সমালোচনা করছেন শোবিজ তারকারাও। সম্প্রতি বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা নিজ দেশের গণমাধ্যমকে 'সার্কাস' বলে অভিহিত করেছেন।

এবার ভারতীয় গণমাধ্যমের কড়া সমালোচনা করেছেন টলিউড অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। গতকাল শনিবার (১০ মে) এক পোস্টে লিখেছেন, ‘আমাদের এখানে নিউজ চ্যানেল গুলো কি ভালো ‘ফিকশান’ কনটেন্ট বানাচ্ছে!’

অভিনেতার ওই পোস্টের পর সরগরম নেট দুনিয়ায়। পোস্টকে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া অনুরাগীদের। মন্তব্যের ঘরে মিলেছে তার প্রমাণ। একজন লিখেছে, ‘ভিডিও গেম-এর ফুটেজ দিয়ে পাকিস্তান-ভারতের যুদ্ধে দেখাচ্ছে।’ অন্য একজন অনুরাগী লিখেছেন, ‘টেলিভিশন উপস্থাপকরা কি হকার ট্রেনিং প্রাপ্ত?’ পোস্টে নেটিজেনরা অভিনেতার সমালোচনা করলেও কোনো জবাব দেননি ঋত্বিক।

আমার বার্তা/জেএইচ