২৫০ পর্বে ‘হাবুর স্কলারশিপ
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ১২:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

বৈশাখী টেলিভিশনের দীর্ঘ ধারাবাহিক ‘হাবুর স্কলারশিপ’ নাটকের ২৫০ পর্ব প্রচার হবে আজ ৩০ জুলাই। ধারাবাহিক এ নাটকটি নিয়মিতভাবে প্রচার হচ্ছে প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতিবার রাত ৮:৪০ মিনিটে । জনপ্রিয় অভিনেতা রাশেদ সীমান্ত এই প্রথম কোনো দীর্ঘ ধারাবাহিক নাটকে নিয়মিত অভিনয় করছেন। বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের গল্পে, আহসান আলমগীরের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন আল হাজেন। রাশেদ সীমান্ত ছাড়াও আরো অভিনয় করছেন, তানজিকা আমিন, অহনা রহমান, নীলা ইসলাম, শফিক খান দিলু, বিনয় ভদ্র, ফাতেমা হীরা, হায়দার আলী, সাইকা আহমেদ, নেহা মনি, সিদ্দিক মাস্টার, নিজামউদ্দিন, জামাল রাজা, ম আ সালামসহ অনেকে। বাংলাদেশে টিভি মিডিয়ার ইতিহাসে এই প্রথম কোন দীর্ঘধারাবাহিক নাটকের শুটিং বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় চিত্রায়িত হচ্ছে। ইউরোপের অন্যান্য দেশেও এ নাটকের শুটিং হবে বলে প্রযোজনা সূত্রে জানা গেল। প্রযোজনা প্রতিষ্ঠান ‘মিড এন্টারপ্রাইজ’।
নাটকের গল্পে দেখা যায় গ্রামের অত্যন্ত সহজ সরল একটি ছেলে হাবু স্কলারশিপ পেয়ে অস্ট্রেলিয়ায় পড়ালেখা করতে যায় এবং সেই বিশ্ববিদ্যালয়ে পূর্বের সকল রেকর্ড ভেঙে দিয়ে ছেলেটি ফার্স্ট হয়। হাবু অস্ট্রেলিয়া যে পাঁচ বছর পড়ালেখা করে সেই সময় হাবুর যে কোন বিপদে আপদে পাশে এসে দাঁড়ায় তারই আরেক বাংলাদেশী সহপাঠী মারজান। এনএসডবি¬উ ইউনিভার্সিটি হাবুকে অফার করে সে যেন অস্ট্রেলিায়য় থেকে ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি মেম্বার হিসেবে জয়েন করেন কিন্তু হাবু জানায় সে তার মেধা তার দেশের জন্যই কাজে লাগাতে চায়। সবকিছু উপেক্ষা করে হাবু দেশে ফিরে আসেন। আগের পর্বগুলো এভাবেই শেষ হয়। নাটকের সেকেন্ড চেয়ারম্যান দোলন চাপার একের পর এক কুট চালকে পেছনে ফেলে হাবু এখন নাটকের প্রতিবাদী চরিত্র। নাটকটি সমাজের সবশ্রেণীর মানুষের কাছে সমান জনপ্রিয়। ইউটিউব চ্যানেলে লক্ষ লক্ষ ভিউ তা-ই প্রমাণ করে।