কন্যা মানহাকে নিয়েই ব্যস্ত অভিনেত্রী ও সংগীতশিল্পী মেহজাবীন মেহা।

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ১২:০৬ | অনলাইন সংস্করণ

  বিনোদন প্রতিবেদক

মেহজাবীন মেহা বলেন মানহার বয়স ৮ মাস হয়েছে। ওর পুরো নাম আমাতুললাহ বারিশ মানহা। এখন সে হাঁটার চেষ্টা করছে। আমি কাজের পাশাপাশি  আমার সন্তানকে পুর্ন সময় দেওয়ার চেষ্টা করি। সে আমার মাতৃত্বকে সম্পূর্ণ করেছে। ওর সাথে কাঁটানো প্রতিটা মুহূর্তই আমার জন্য খুব স্পেশাল। আমেরিকাতে অনেক সুন্দর পার্ক রয়েছে বাচ্চাদের খেলার জন্য। আমি নিয়মিত পার্কে নিয়ে যাই বাইরের পরিবেশ এবং বাচ্চাদের সাথে মানিয়ে নেওয়ার জন্য। কিছুদিনের মধ্যে শীত চলে আসবে তখন চাইলেও আর পার্কে ঘুরতে যাওয়া সম্ভব হবে না। তাই যতটা সম্ভব ওকে বাইরে নিয়ে যাই। আমার মেয়ে গান শুনতে পছন্দ করে। আমি যখন বাসায় গানের চর্চা করি মানহা খুবই খুশি হয়। যদি সে ভবিষ্যতে গানের শিল্পী হতে চায় আমি তাকে বাধা দেবো না। জোর করে কোন কিছু আমি চাপিয়ে দিতে চাই না। আমার জন্য কাজ যেমন গুরুত্বপূর্ণ তেমনি সংসার সন্তানও গুরুত্বপূর্ণ। এখন মানহা বারতি খাবার খায়। ওর জন‍্য নতুন নতুন রান্না আমি শিখছি। কথা বলার চেষ্টা করে। আমি ওকে সম্পুর্ণ বাংলা ভাষা এবং সংস্কৃতি শেখাতে চাই। আমার সময়টা এখন ওকে নিয়ে ভালোই কাটছে। সবার কাছে আমার মেয়ের জন্য দোয়া চাই।