রুনা খানের অ্যাচিভার্স অ্যাওয়ার্ড অর্জন — সৌন্দর্য, সাহস আর সাফল্যের অনন্য সম্মিলন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৬ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

দেশের শিল্প–সংস্কৃতি অঙ্গনে অভিনয়শৈলী ও অবদানের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। ওটিটি বিভাগে ব্রেকথ্রু অভিনেত্রী হিসেবে সম্মাননা পান তিনি, ‘বোহেমিয়ান ঘোড়া’ ওয়েবফিল্মে সাহসী ও প্রভাবশালী অভিনয়ের জন্য।
শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত তারকাবহুল জমকালো অনুষ্ঠানে খ্যাতিমান নির্মাতা মতিন রহমান ও নাট্যকার জিনাত হাকিম তাঁর হাতে এ পুরস্কার তুলে দেন।
পুরস্কার গ্রহণের মঞ্চে রুনা খান হাজির হন এক অনবদ্য জামদানি শাড়িতে, যা মুহূর্তেই দর্শকদের দৃষ্টি কাড়ে। শাড়িটির সূক্ষ্ম বুনন, কালোত্তীর্ণ ঐতিহ্য এবং আলো-ছায়ায় ধরা পড়া রঙের গভীরতা তাঁর ব্যক্তিত্বের সঙ্গে মিলে তৈরি করে এক নান্দনিক উপস্থিতি। অনাড়ম্বর অথচ আত্মবিশ্বাসী সেই উপস্থিতি যেন বলছিল—ঐতিহ্যও হতে পারে শক্তির ভাষা।
রুনা খান শুধু অভিনয়ের জন্যই আলোচনায় আসেননি; তিনি পরিচিত তাঁর সাহসিকতা, স্পষ্টভাষী অবস্থান এবং সত্য উচ্চারণের জন্যও। সামাজিক ও শিল্পসচেতন একজন শিল্পী হিসেবে তাঁর যে দৃঢ়তা ও দায়িত্ববোধ, তা এই পুরস্কার প্রাপ্তির মুহূর্তেও বিশেষভাবে অনুভূত হয়েছে। তাই এই সম্মাননা শুধু একজন অভিনেত্রীর সাফল্যের স্বীকৃতি নয়, বরং সাহসী ও সংবেদনশীল শিল্পীসত্তার প্রশংসাও বটে।
অনুষ্ঠানের ভাবনা ও বাস্তবায়নে ছিলেন স্বপ্নীল সজীব। এবারের আসরের বিজয়ী নির্ধারণে জুরি বোর্ডে যুক্ত ছিলেন সংস্কৃতি জগতের পাঁচ গুণী ব্যক্তিত্ব—রোজিনা, খুরশিদ আলম, জিনাত হাকিম, ইভান শাহরিয়ার সোহাগ এবং আল মাসিদ রণ।
আমার বার্তা/এমই
