খায়রুল বাশারের বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড প্রাপ্তি

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ২১:৫৯ | অনলাইন সংস্করণ

  তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

দেশের শিল্প-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য এবং সমাজের নানা অঙ্গনে অবদানের স্বীকৃতির জন্য প্রদত্ত বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৫ অর্জন করেছেন জনপ্রিয় তরুণ অভিনেতা খায়রুল বাশার। ‘রোদ বৃষ্টির গল্প’–এ তাঁর স্বাভাবিক, সংযমী এবং হৃদয়ের কাছাকাছি অভিনয় তাঁকে এনে দিয়েছে ওটিটি বিভাগের ব্রেকথ্রু পারফরম্যান্স অভিনেতার সম্মাননা।

শনিবার (২ নভেম্বর) বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জমকালো অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। চার বছর ধরে নিয়মিত আয়োজিত এই অনুষ্ঠানে যেমন ঝলমলে তারকাদের পদচারণা ছিল, তেমনই ছিল আবেগ, করতালি আর উদীয়মান শিল্পীদের নতুন স্বীকৃতি পাওয়ার আনন্দ।

খায়রুল বাশার খুব অল্প সময়ে দর্শকদের কাছে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন। তাঁর অভিনয়ে চোখে পড়ার মতো কোনো অতিনাটকীয়তা নেই—বরং এক ধরনের প্রশান্ত, স্বাভাবিক ও প্রাণবন্ত সরলতা আছে যা চরিত্রগুলোকে বাস্তবের খুব কাছাকাছি নিয়ে যায়। শান্ত-সৌম্য ব্যক্তিত্ব, বিনয়ী আচরণ এবং ক্যামেরার সামনে নিখাদ সততার প্রকাশ তাঁকে সমসাময়িকদের থেকে আলাদা করেছে। তাঁর অভিনয়ে কষ্ট করা না-পড়া সহজতা রয়েছে, যেন চরিত্র নিজে হাঁটতে হাঁটতেই দর্শকের হৃদয়ে জায়গা করে নেয়।

অভিনয়গুণের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বে যে অনাড়ম্বর আত্মবিশ্বাস দেখা যায়, সেটিও প্রশংসিত হয়েছে সহকর্মী ও দর্শকের কাছে। এ কারণেই এই স্বীকৃতি শুধু একজন অভিনেতার সাফল্যের পুরস্কার নয়, বরং নতুন প্রজন্মের অভিনয়ে আসা স্বাভাবিকতা, মাটির গন্ধ আর শান্ত অভিনয়ভঙ্গির প্রতি একটি সম্মানও বটে।

অনুষ্ঠানের পরিকল্পনা ও সৃজনশীল ব্যবস্থাপনায় ছিলেন স্বপ্নীল সজীব। আর পুরস্কারপ্রাপ্তদের নির্বাচন করেন সংস্কৃতি অঙ্গনের পাঁচ গুণী ব্যক্তিত্ব—রোজিনা, খুরশিদ আলম, জিনাত হাকিম, ইভান শাহরিয়ার সোহাগ এবং আল মাসিদ রণ।

আমার বার্তা/এমই