ওয়েস্টার্ন লুকে ঝড় তুললেন জয়া

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১৩:২৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই দর্শকদের জন্য এক বিশেষ আকর্ষণ। সিনেমার পর্দায় তার অনবদ্য অভিনয়ের মতোই সোশ্যাল মিডিয়ায়ও তিনি বারবার মুগ্ধ করেন অনুরাগীদের।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওয়েস্টার্ন পোশাকে কিছু ছবি প্রকাশ করে রীতিমতো ঝড় তুলেছেন এই জনপ্রিয় তারকা। প্রকাশিত ছবিতে জয়াকে দেখা গেছে বেশ আবেদনময়ী এবং আত্মবিশ্বাসী লুকে, যা মুহূর্তেই নজর কেড়েছে নেটিজেনদের।

ছবি শেয়ার করে ক্যাপশনে জয়া আহসান লিখেছেন, “আমি সব সময় তিনটি বিষয়কে প্রাধান্য দিই—আমার চুলের স্টাইল, আমার হিলের উচ্চতা আর আমার মর্যাদা।”

তার এই গ্ল্যামারাস রূপে মুগ্ধ হয়ে ভক্তরা কমেন্ট বক্সে ভরিয়ে দিয়েছেন প্রশংসায়। কেউ লিখেছেন, “আপনার বয়স অনুযায়ী সৌন্দর্য ধরে রাখার রহস্য জানতে চাই আপু।” আবার কেউ মন্তব্য করেছেন, “আপনার সৌন্দর্য, আপনার স্টাইল ও মোহনীয়তা বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই।”

জয়া আহসান আবারও প্রমাণ করলেন—বয়স নয়, আত্মবিশ্বাসই সত্যিকারের সৌন্দর্যের মাপকাঠি।