
বাংলাদেশে পৌঁছেছেন পাকিস্তানের কিংবদন্তি রক তারকা আলি আজমত (জুনুন)। ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’ কনসার্টে অংশ নিতে তিনি ঢাকায় অবস্থান করছেন। তবে আজ অনুষ্ঠিতব্য কনসার্টটি শেষ পর্যন্ত হচ্ছে না বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বহুল প্রতীক্ষিত কনসার্টটি। তবে শেষ মুহূর্তে আয়োজকরা জানান, পুলিশ এ কনসার্টের অনুমতি না দেয়ায় শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আজ কনসার্টটি শুরু করতে পারছেন না তারা।
পুলিশের অনুমতি না দেয়ার প্রধান কারণ হিসেবে জানা গেছে, কনসার্টের ভেন্যু। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন একটি কনভেনশন সেন্টারে কনসার্টটির ভেন্যু হওয়ায় পুলিশ এ কনসার্টের অনুমতি দিতে পারছে না।
কারণ বিমানবন্দর কেপিআইভুক্ত এলাকা, কদিন আগেই সেখানে অগ্নিকাণ্ডের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। এসব কারণেই এই অঞ্চলে গণজমায়েত নিয়ে সতর্ক প্রশাসন।
তাই কনসার্ট স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। ভেন্যু পরিবর্তন করে খুব শিগগিরই তারা জানাবেন কনসার্টের নতুন তারিখ। যেখানে আলি আজমতের সঙ্গে একই মঞ্চে গান গাইবেন বাংলার নগর বাউল খ্যাত জেমস, নতুন প্রজন্মের দুই শিল্পী পুনম এবং মধুবন্তী চক্রবর্তী।
প্রসঙ্গত, ঢাকার জমকালো গানের কনসার্ট ‘লেজেন্ডস লাইভ ইন ঢাকা’র আয়োজক প্রতিষ্ঠান অ্যাসেন কমিউনিকেশন। প্রধান সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছে স্টেট মিডিয়া।
আমার বার্তা/এল/এমই

