সাসাফ অ্যাওয়ার্ডে ভূষিত হলেন কবি ও সাংবাদিক অনজন রহমান

প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শুক্রবার (১৪ নভেম্বর) বিজয়নগরস্থ স্থাসীয় একটি হোটেলে 'দেশীয় সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়' শীর্ষক আলোচনা ও স্টার অ্যাওয়ার্ড ২০২৫ প্রদান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন (সামাফ)। সাসফে সভাপতি লায়ন আনোয়ারা বেগম নিপার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিরে বক্তব্যে ড. আসাদুজ্জামান রিপন বলেন,সুষ্ঠু সংস্কৃতি চর্চ্চায় আমাদের আরো সচেতন হতে হবে। বিগত সরকারের সময়কালিন এবং এখনো বিদ্যমান সংস্কৃতি চর্চ্চার মধ্যে কোন পার্থক্য নাই। খেলধুলা,নাচ গান নাটক সিনেমা তথা টোটাল সংস্কৃতি চর্চ্চাটাকে ঢেলে সাজাতে হবে। 

তিনি আরো বলেন, আমাদের আবহমান বাংলার যাপিত জীবনের কৃষ্টিটাকেই  সংস্কৃতি চর্চ্চার মধ্যে প্রবাহ করতে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রফেসর ড. হামিদা খানম,চিত্রনায়ক শাকিল খান, কামরুল হাসান দর্পনও অনেকে।

সামাজিক সাংস্কৃতিক ফাউন্ডেশন (সাসাফ) স্টার অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন- ০১। আনোয়ারা বেগম (আজীবন সম্মাননা), বীর মুক্তিযোদ্ধা সাগীর আব্দুল্লাহ খান তোফায়েল (আজীবন সম্মাননা), ফরিদ বাশার (আজীবন সম্মাননা), রোমানা ইসলাম মুক্তি (চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য)।

এ ছাড়াও পুরস্কার প্রাপ্তরা হলেন : গোলাম ফরিদা ছন্দা, ইরা শিকদার ,আসিফ ইকবাল আহমেদ, রোকেয়া সুলতানা কেয়া চৌধুরী (চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য) ,অনজন রহমান (কবিতা ও লেখায় বিশেষ অবদানের জন্য) ও কামরুন নাহার শিশু (সংগীতে বিশেষ অবদানের জন্য)।

অনজন রহমান বলেন, আমাদের কৃষ্টি আমাদের সংস্কৃতি হাজার বছরের লালিতজীবনের অংশ । এই সংস্কৃতি আধুনিকতার নামে বেয়াল্লাপনায় ভাসিয়ে দিলে ভবিষ্যত প্রজন্মের কাছে প্রশ্নবিদ্য হবো। আমাদের সংস্কৃতিকে আমাদের মত করেই ধরে রাখতে হবে। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আমার বার্তা/এমই