সঙ্গীত শিল্পী ন্যান্সির অপরাজিতা অ্যাওয়ার্ড অর্জন
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১৮:২৭ | অনলাইন সংস্করণ
তকীউদ্দিন মুহাম্মদ আকরামুল্লাহ:

গ্লোবাল স্টার কমিউনিকেশন প্রদত্ত এবং এটিএন বাংলা নিবেদিত ‘এটিএন বাংলা অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৪’ অর্জন করেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজুম মুনিরা ন্যান্সি। নারীর ক্ষমতায়ন ও সার্বিক অগ্রগতিকে সম্মান জানানোর লক্ষ্যেই এ বছর প্রথমবারের মতো এই সম্মাননা সূচনা করে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৪ নভেম্বর) রাজধানীর একটি চারতারকা হোটেলে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন অঙ্গনে বিশেষ অবদান রাখা ২০ জন কৃতী নারীকে এই সম্মাননা প্রদান করা হয়। সেরা সঙ্গীতশিল্পী ক্যাটাগরিতে বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত হন ন্যান্সি। তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন কিংবদন্তি চিত্রনায়িকা রোজিনা। এসময় অ্যাওয়ার্ড প্রদান মঞ্চে আরও উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু, এটিএন বাংলার উপদেষ্টা তাশিক আহমেদ, ‘হাল ছোড়োনা বন্ধু’র প্রতিষ্ঠাতা চান্দা মাহজাবীন এবং জনপ্রিয় চিত্রনায়ক সাকিল খান।
ন্যান্সির সঙ্গীতজীবন শুরু ২০০৬ সালে হৃদয়ের কথা চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে। ২০০৯ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ভালোবাসা অধরা। ২০১১ সালে প্রজাপতি চলচ্চিত্রের গানে কণ্ঠ দিয়ে প্রথমবারের মতো অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এছাড়া মেরিল-প্রথম আলো পুরস্কারে ২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা সাতবার তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে সম্মানিত হন তিনি।
আমার বার্তা/এমই
