বাঁধনের জীবনে নতুন প্রেম
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ২০:২৯ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
ঢাকাই বিনোদন অঙ্গনের আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধনের জীবনে আবারও ফুটে উঠেছে ভালোবাসার নতুন রং। ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতন পেরিয়ে এখন তিনি রয়েছেন এক শান্ত, পরিপক্ব ও আনন্দময় সময়ে। অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি প্রেমের সম্পর্কে আছেন এবং খুব শিগগিরই এ সম্পর্কটি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিতে চান।
দীর্ঘ সময় ধরে একা পথচলার পর বাঁধন আবার হৃদয়ের দরজা খুলেছেন। প্রায় ১১ বছর আগে মাশরুর সিদ্দিকী সনেটের সঙ্গে দাম্পত্য বিচ্ছেদের পর তিনি একাই নিজের ক্যারিয়ার ও সন্তানকে নিয়ে পথ চলেছেন। মাঝে চার বছরের একটি সম্পর্ক থাকলেও সেটিও ভেঙে যায় গত বছরের শুরুর দিকে। সেই সময়ই দেশে জুলাই মাসের গণঅভ্যুত্থানের উত্তাল পরিস্থিতি সবমিলে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এ অভিনেত্রী।
সেই কঠিন দিনগুলোর স্মৃতি মনে করে বাঁধন জানান, সামাজিক অস্থিরতা, ব্যক্তিগত ব্যর্থতা এবং হঠাৎ ঘটে যাওয়া ব্রেকআপ সবকিছু মিলিয়ে তখন তার জীবন যেন থমকে গিয়েছিল। তবে সময়ের সঙ্গে নিজেকে আবার নতুনভাবে গুছিয়ে নেন তিনি।
বর্তমানে মেয়েকে নিয়ে ঢাকার মিরপুরে বাবা-মায়ের সঙ্গে থাকেন বাঁধন। পরিবার তাকে বিয়ে বা সম্পর্ক নিয়ে কোনো চাপ দেয় না। বরং পরিবারের সবার সঙ্গে তার সম্পর্ক এখন আগের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি দৃঢ় যা তাকে মানসিকভাবে আরও শক্ত করে তুলেছে।
নতুন প্রেমের কথা জানিয়ে বাঁধন বলেন, “আমি এখন জীবনের সবচেয়ে আনন্দময় সময় পার করছি। কাজ, পরিবার, আমার মেয়ে সবকিছুর মধ্যে দারুণ ভারসাম্য রয়েছে। প্রেম খুবই সুন্দর, আর এই সম্পর্কটিকে সময় দিয়ে এগিয়ে নিতে চাই।”
অভিনেত্রী আরো জানান, নতুন এই অধ্যায় নিয়ে তিনি অত্যন্ত ইতিবাচক। তবে সম্পর্কটিকে যথেষ্ট সময় ও যত্ন দেওয়ার পরই সবার সামনে প্রকাশ করতে চান।
অর্থাৎ অনেক দিন পর জীবনে ফিরে আসা ভালোবাসা এখন বাঁধনের দিনগুলোকে আরও রঙিন করে তুলেছে। খুব শিগগিরই প্রকাশ হবে তার সেই বিশেষ মানুষটির পরিচয় যার জন্য আবার আলো ঝলমলে হয়ে উঠেছে তার ব্যক্তিগত জীবন।
