‘ধুরন্ধর’: মুক্তির প্রথম দিনেই রেকর্ড
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

শুক্রবার (৫ ডিসেম্বর) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ছবিটি। প্রথম দিনেই কাঁপিয়ে দিয়েছে প্রেক্ষাগৃহের পর্দা। মুক্তির প্রথম দিনেই সিনেমাটি ঘরে তুলল ২৭ কোটি রুপি।
‘ধুরন্ধর’ সিনেমাটি দিয়ে রণবীর সিং ইতিহাস গড়লেন। তার ক্যারিয়ারে সর্বোচ্চ ওপেনিং হলো এটা। সিনে বিশ্লেষকদের অনুমান ভুল প্রমাণ করে রেকর্ড ভাঙল এর আয়।
বিশেষজ্ঞদের অনুমান ছিল,‘ধুরন্ধর’-এর উদ্বোধনী আয় ১৫ থেকে ১৮ কোটি রুপির আশেপাশে থাকবে। কিন্তু ব্যাপারটি তার চেয়েও বেশি দেখা গেল। সম্প্রতি বলিউডে ব্যাপক আলোচিত সিনেমা ‘সাইয়ারা’র প্রথম দিনের আয়কেও (২১.৫০ কোটি রুপি) ছাপিয়ে গেছে ‘ধুরন্ধর’।
এছাড়াও রণবীরের অতীতের কয়েকটি ব্লকবাস্টার সিনেমার রেকর্ডও ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’। তার অন্যতম জনপ্রিয় সিনেমা ‘পদ্মাবত’ প্রথম দিন আয় করেছিল ২৪ কোটি রুপি এবং ‘সিম্বা’ আয় করেছিল ২০.৭২ কোটি রুপি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সিনেমাটি মুক্তির দিন সারা ভারতজুড়ে দর্শক উপস্থিতি বা অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। ৪,০০০টির বেশি শো বুক করা হয়েছিল এবং পরে সন্ধ্যার শো-গুলোতে দর্শক উপস্থিতি ৫৫ শতাংশ ছাড়িয়ে যায়।
এই ছবিটি পরিচালনা করেছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতমের স্বামী আদিত্য ধর। এই ছবিতে রণবীর সিং ছাড়াও দেখা যাবে সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, সারা অর্জুন, অর্জুন রামপাল ও আর মাধবনকে।
আমার বার্তা/এল/এমই
