কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চেয়ে প্রায়শ্চিত্ত করলেন শাহরুখ!

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:০৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বলিউডের কাজল-টুইঙ্কেলের ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শোতে এখনও অতিথি হিসেবে হাজির হননি শাহরুখ খান। এজন্য ভক্তদের প্রশ্নের মুখে পড়েছিলেন বাদশা। এবার নিজেই কারণ জানালেন এবং রসিক ভঙ্গিতে ক্ষমাও চাইলেন দুই সহশিল্পীর কাছে। 

মূলত, এই টক শোতে অতিথি না হওয়ার পেছনের কারণ ফাঁস করলেন স্বয়ং শাহরুখ খান। সম্প্রতি এক পডকাস্টারের প্রশ্নের মুখে পড়ে শাহরুখ খান জানান, টক শোয়ে যেতে না পারায় তার খারাপ লেগেছে। তবে তিনি বর্তমানে নতুন সিনেমা ‘কিং’-এর শুটিংয়ে খুবই ব্যস্ত। এর পাশাপাশি মাঝখানে হাতে চোট পাওয়ায় তিনি সময় বের করতে পারেননি।

এছাড়াও বাদশার আপত্তি ছিল অন্য বিষয়ে! মজা করে বলেন, ‘আমি যেতে চেয়েছিলাম, কিন্তু ওই খাবার খাওয়ার ঝামেলা আছে ওখানে; কারণ ওদের শোয়ে প্রচুর খাবার থাকে।’

শাহরুখ আরও যোগ করেন, ‘না যাওয়ার জন্য কাজল-টুইঙ্কেলের কাছে ক্ষমা চাইছি। আমার সত্যিই যাওয়া উচিত ছিল। তবে নিজে সশরীরে উপস্থিত থাকতে না পারলেও প্রায়শ্চিত্ত করার জন্য আমি প্রতিটা পর্ব দেখেছি।’

কাজল ও টুইঙ্কেলের এই শো তাদের বিতর্কিত মন্তব্যের কারণে শুরু থেকেই আলোচনায় রয়েছে। কখনও দাম্পত্যের মেয়াদ থাকা নিয়ে, আবার কখনও স্বামীদের পরকীয়ায় সমর্থন করে বিতর্কের জন্ম দিয়েছেন দুই সঞ্চালিকা। এমন বিতর্ক সত্ত্বেও শাহরুখ খান যে শোয়ের প্রতি আগ্রহী, তা তার কথায় স্পষ্ট।

উল্লেখ্য, সম্প্রতি লন্ডনে শাহরুখ-কাজল অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরনের আদলে ব্রোঞ্জের মূর্তি উদ্বোধন হয়। সেই প্রেক্ষাপটেই দুই বন্ধুর এই আড্ডাটি জমে ওঠে।


আমার বার্তা/জেএইচ