রুপালি পর্দার মৌ খান আজ জন্মদিন
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ২৩:১৫ | অনলাইন সংস্করণ
মোঃ আবু সাঈদ

বাংলা চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় অভিনেত্রী মৌ খানের জন্মদিন আজ। ১৯৯৪ সালের ১৩ ডিসেম্বর রাজধানী ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। অভিনয়ের প্রতি আগ্রহ ও দৃঢ় মনোবল নিয়ে ধীরে ধীরে নিজের জায়গা করে নিয়েছেন রুপালি পর্দায়।
চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ আসলামের পরিচালনায় নির্মিত ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিনেত্রী হিসেবে অভিষেক ঘটে মৌ খানের। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত এ চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে এবং নতুন মুখ হয়েও ইন্ডাস্ট্রিতে সম্ভাবনাময় শিল্পী হিসেবে আলোচনায় আসেন তিনি।
অভিনয়ে সাবলীলতা, আত্মবিশ্বাসী উপস্থিতি ও পরিশ্রমের মাধ্যমে মৌ খান অল্প সময়েই দর্শকমহলে পরিচিতি লাভ করেন। ভবিষ্যতে আরও ভিন্নধর্মী চরিত্রে তাকে দেখার প্রত্যাশা করছেন তার ভক্তরা।
