বিশেষ চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েন সুহানা

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১৫:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

বলিউড বাদশাহ শাহরুখ খানের মেয়ে সুহানা খান ‘আর্চিজ’ সিনেমায় অভিনয় করে সফর শুরু করেছিলেন। প্রথম সিনেমাতেই কটাক্ষের শিকার হন তিনি। শাহরুখকন্যা হয়েও কীভাবে এমন অভিনয়? এমন প্রশ্ন তুলেছিলেন বলিপাড়ার অনেকেই। কিন্তু সুহানা বলেন, তিনি অভিনয়কে ভালোবাসেন। অভিনয়টাই করতে চান। ‘কিং’ সিনেমাতেও তাকে দেখা যাবে।

শাহরুখের ‘কিং’ সিনেমায় অভিনয় করছেন সুহানা খান। কিন্তু একসময়ে মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। সেই দিনই বুঝেছিলেন— তিনি অভিনয়কে কতটা ভালোবাসেন। 

শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয় করেন সুহানা খান। একবার একটি নাটকে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই চরিত্রে সুযোগ পাননি। অডিশন দিয়ে এবং বহু চেষ্টা করেও সেই নাটকে কোরাসের মধ্যে জায়গা পেয়েছিলেন শাহরুখকন্যা। যার ফলে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। বন্ধ ঘরে কান্নাকাটি করেছিলেন। 

সুহানা বলেন, সেই সিনেমায় বিশেষ চরিত্রে অভিনয়ের সুযোগ না পেয়ে আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময়ে আমি বুঝতে পেরেছিলাম— মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি কতটা ভালোবাসি। অভিনয়ের ক্ষেত্রে তার কৌতূহল ও নিষ্ঠা তাকে সবচেয়ে বেশি উৎসাহ দেয় বলে জানান সুহানা খান। 

আমার বার্তা/এল/এমই