শ্রীলঙ্কায় শাকিব খানের সঙ্গে নতুন সিনেমার শুটিংয়ে ব্যস্ত জ্যোতির্ময়ী কুণ্ডু

প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ১২:২৬ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

দূর শ্রীলঙ্কার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যস্ত সময় কাটাচ্ছেন টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। ঢালিউডের সুপারস্টার শাকিব খানের সঙ্গে ‘প্রিন্স’ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি সপ্তাহে ইতিমধ্যেই পাঁচ দিন ধরে চলে যাচ্ছে ছবির তৎপর শুটিং। এই সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে জ্যোতির্ময়ীকে। পরিচালনার দায়িত্বে আছেন আবু হায়াত মাহমুদ।

এই সময়ে জ্যোতির্ময়ীর অনুপস্থিতি লক্ষ্য করা গেছে ‘প্রজাপতি ২’ সিনেমার ২৫ দিনের পূর্তি অনুষ্ঠান থেকে। এই সিনেমায় তিনি দেবের সঙ্গে অভিনয় করেছেন। অনুষ্ঠান চলাকালীন কেক কেটে আনন্দ ভাগাভাগি করা হয়েছিল। পরিচালক, প্রযোজক এবং নায়করা ছোট ছোট কেকের টুকরো খেলেও জ্যোতির্ময়ী ছিলেন অনুপস্থিত। পরে জানা যায়, তিনি তখন শ্রীলঙ্কায় শুটিংয়ের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন।

জ্যোতির্ময়ী গণমাধ্যমকে জানান, “আমার প্রথম সিনেমার ২৫ দিনের অনুষ্ঠান মিস হওয়ায় খারাপ লাগছে। যাদের হাত ধরে বড়পর্দায় সুযোগ পেয়েছি, তাদের সঙ্গে থাকাই স্বাভাবিক ছিল। কিন্তু কাজের কারণে এখন এটাই করতে পারছি না।” তিনি জানান, শুটিং এতটা ব্যস্ত যে দিনরাত পরিশ্রম করতেই হচ্ছে।

অভিনেত্রী বলেন, “‘প্রজাপতি ২’ আমাকে দেবের সঙ্গে কাজের সুযোগ দেয়েছিল। আর ‘প্রিন্স’ বাংলাদেশের দর্শকের সঙ্গে পরিচিত হওয়ার নতুন পথ খুলে দিয়েছে।” ঢালিউডের সহকর্মীদের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সবাই খুব সহায়ক। উচ্চারণ, অভিনয় সবকিছুতে সাহায্য করছেন। আমি নতুন, তাই অনেক কিছু শিখতে হচ্ছে।”

শাকিব খানের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কেও জ্যোতির্ময়ী বলেন, “দেব এবং শাকিব খান ভিন্ন ধরনের মানুষ। কিন্তু দুজনই সহকর্মীর প্রতি সহানুভূতিশীল। কাজের সময় কোনো ত্রুটি বোঝাতে দেন না, সহযোগিতা করেন।”

শুটিং ফাঁকেই তিনি শ্রীলঙ্কার সৌন্দর্য উপভোগ করছেন। আগের সিনেমার সময় লন্ডন ভ্রমণ করার স্মৃতি তিনি তাজা রাখছেন। ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা হলে হাসি দিয়ে জবাব দেন, “ডেট করার মতো সময় নেই। নিজের সঙ্গে সময় কাটাব।”

জ্যোতির্ময়ীর এই ব্যস্ততা প্রমাণ করছে, টলিউডে নতুন হলেও দক্ষতার সঙ্গে কাজের প্রতি আগ্রহ তার প্রশংসনীয়।