ফেসবুকে দেখলাম বাবা বিয়ে করেছে: নিয়াশা
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:১৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

টালিউড অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চ্যাটার্জির দ্বিতীয় বিয়ের খবরে উত্তাল নেটদুনিয়া। প্রথম স্ত্রী অনিন্দিতা চ্যাটার্জিকে ডিভোর্স না দিয়েই প্রায় মেয়ের বয়সী এক তরুণীকে বিয়ের ঘটনায় আইনের দ্বারস্থ হয়েছেন তিনি।
২০২৫ সালেই বেনারসের ঘাটে হিন্দু রীতি মেনে সাত পাকে বাঁধা পড়েছেন হিরণ-ঋতিকা। গত মঙ্গলবার (২০ জানুয়ারি) নিজের দ্বিতীয় বিয়ের ছবি প্রকাশ্যে এনেছেন অভিনেতা। এরপরই শুরু হয় জলঘোলা।
এদিকে আইনি বিচ্ছেদের আগে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে পারছেন না প্রথম স্ত্রী অনিন্দিতা। মেয়ে নিয়াশা চ্যাটার্জিকে নিয়ে সোজা থানায় হাজির তিনি।
হিরণ-অনিন্দিতার মেয়ের বয়স ১৯ বছর। পড়ছেন কলকাতার একটি কলেজে। বাবার বিয়ের খবরে মানসিকভাবে বিপর্যস্ত তিনি। স্পষ্ট জানিয়েছেন, বাবা এবং স্বামী হিসেবে ব্যর্থ অভিনেতা।
দুই-তিন বছর আগে থেকেই হিরণের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতেন অনিন্দিতা। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে চলছিলো দাম্পত্য কলহ। প্রথম স্ত্রীর সঙ্গে সবকিছু ঠিক করে নেয়ার প্রতিশ্রুতি দিলেও গোপনে ঋতিকাকে বিয়ে করেন বিজেপির এই বিধায়ক।
হিরণের বিয়ে নিয়ে যখন আলোচনা তুঙ্গে, ঠিক তখনই কড়া জবাব দিলেন দ্বিতীয় স্ত্রী ঋতিকা। সামাজিক মাধ্যমে এক স্ট্যাটাসে জানিয়েছেন, হিরণের সঙ্গে তার পাঁচ বছরের সম্পর্ক। তাদের সম্পর্কের কথা বেশ আগে থেকেই জানতেন অনিন্দিতা। এমনকি তাকে আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের নোটিশও পাঠিয়েছেন অভিনেতা। অন্যদিকে মেয়ে ও পরিবারের সম্মানের কথা চিন্তা করে এতদিন চুপ থাকলেও এবার আইনের মাধ্যমেই জবাব দেয়ার প্রস্তুতি নিয়েছেন অনিন্দিতা।
আমার বার্তা/এল/এমই
