স্বর্ণলতা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর হলেন বারিশা হক

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৬, ১১:১০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

স্বর্ণালঙ্কারের বাজারে নিজস্ব অবস্থান তৈরি করে এগিয়ে চলেছে স্বর্ণলতা জুয়েলার্স। ২০২২ সালে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি স্বল্পমূল্যে মানসম্মত স্বর্ণালঙ্কার সরবরাহের মাধ্যমে ক্রেতাদের আস্থা অর্জন করেছে। স্বর্ণলতা জুয়েলার্সে সর্বনিম্ন ৩ হাজার ৫০০ টাকা থেকে স্বর্ণালঙ্কার পাওয়া যায়। পাশাপাশি ১৮ থেকে ২২ ক্যারেটের বিভিন্ন ডিজাইনের স্বর্ণের সংগ্রহও রয়েছে তাদের।

২০২৬ সালের জন্য স্বর্ণলতা জুয়েলার্সের ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন জনপ্রিয় মডেল ও প্রমোটার বারিশা হক। এই উপলক্ষে আজ সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি ক্লাবে এক জাঁকজমকপূর্ণ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণলতা জুয়েলার্সের ম্যানেজিং ডিরেক্টর বিমল কর্মকার, মার্কেটিং ডিরেক্টর মো. তানভীর হাসান, প্রমোটার ও ব্র্যান্ড এম্বাসেডর বারিশা হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিস্ট গৌতম সাহা, ড্যান্স কোরিওগ্রাফার ইউসুফ খানসহ বিভিন্ন অঙ্গনের অতিথিবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা স্বর্ণলতা জুয়েলার্সের ভবিষ্যৎ পরিকল্পনা, মানসম্মত পণ্য ও গ্রাহকসেবার বিষয়ে তাদের প্রত্যাশার কথা তুলে ধরেন। ব্র্যান্ড এম্বাসেডর হিসেবে যুক্ত হয়ে বারিশা হক জানান, স্বর্ণলতা জুয়েলার্সের সঙ্গে পথচলা করতে পেরে তিনি আনন্দিত এবং আগামী দিনে ব্র্যান্ডটির অগ্রযাত্রায় সক্রিয় ভূমিকা রাখতে চান।

স্বল্পমূল্যে গুণগত মান বজায় রেখে স্বর্ণালঙ্কারের নতুন ধারনা উপস্থাপনের লক্ষ্য নিয়ে স্বর্ণলতা জুয়েলার্স ভবিষ্যতেও তাদের কার্যক্রম আরও বিস্তৃত করার আশাবাদ ব্যক্ত করে।


আমার বার্তা/জেইচ