খোলামেলা লুকে শীতকে বিদায় জানালেন সুনেরাহ
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দা হোক বা ওটিটি প্ল্যাটফর্ম; সবখানেই তার অভিনয়শৈলী নিজস্ব স্বাক্ষর রাখে। অভিনয়ের পাশাপাশি তার ফ্যাশন সেন্স এবং গ্ল্যামার সব সময়ই ভক্তদের নজর কাড়ে। সম্প্রতি নতুন কিছু ছবি শেয়ার করে সামাজিক মাধ্যমে ফের আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সুনেরাহ তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেছেন, যেখানে তাকে স্লিভলেস ও ব্যাকলেস হালকা নীল রঙের ম্যাক্সি ড্রেসে দেখা গেছে। এলোমেলো চুলে, রোদেলা দুপুরে তার এই স্নিগ্ধ ও খোলামেলা উপস্থিতি নেটিজেনদের মন জয় করেছে। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মিষ্টি শীতকে এক টুকরো বিদায়।’
সুনেরাহর ছবি শেয়ার করার পর ভক্তরা মুগ্ধতা প্রকাশ করছেন। কেউ তার গ্ল্যামারকে প্রশংসা করছেন, আবার কেউ তার ফ্যাশন স্টেটমেন্ট নিয়ে মন্তব্য করছেন। খোলামেলা ভঙ্গি থাকলেও ছবিগুলোর নান্দনিকতা দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে। অনেকেই তার এই বোল্ড লুককে উষ্ণতার সঙ্গে তুলনা করেছেন। এর আগেও এমন খোলামেলা লুকে সুনেরাহ আলোচনায় এসেছে।
ছোটপর্দা, বড়পর্দা বা ওটিটি—সব মাধ্যমেই সমানভাবে বিচরণ করে সুনেরাহ। দিন দিন তার অভিনয়শৈলীতে যোগ হচ্ছে নতুন মাত্রা। পাশাপাশি তার ফ্যাশন সচেতনতা তাকে সমসাময়িক অভিনেত্রীদের থেকে আলাদা করে রেখেছে।
আমার বার্তা/এমই
