২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১৩ মৃত্যু

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ১৯:০৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক

সারা দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৮ জন ঢাকার এবং ৫ জন ঢাকার বাইরের। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৪৬৬ জনে। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮৩ জন নতুন রোগী। 

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৭৩৮ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ২৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৯৭ হাজার ৮৬০ জনে। 

আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৮৯৫ রোগী। এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪৮ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৮৯ হাজার ৪৯৯ জন।

বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু এখন আর বর্ষা মৌসুমের আতঙ্ক নয়। ফলে এর ভয়াবহতা বাড়ছে। এটি মোকাবিলায় দায়িত্বশীল সংস্থাগুলোর তৎপরতার পাশাপাশি সাধারণ মানুষকেও ব্যাপকভাবে সচেতন হতে হবে।

উল্লেখ্য, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। গত মাসেই ডেঙ্গুতে ২০৪ জনের মৃত্যু হয়। এর আগে ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এ ছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

এবি/ জেডআর