ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিকের দিকে, একদিনে মৃত্যু ২

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৩, ১৯:০২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ডেঙ্গু পরিস্থিতি ক্রমান্বয়ে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১ হাজার ৬৪৩ জনের মৃত্যু হয়েছে। এসময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৭ জন। 

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির ১০৮ জন এবং ঢাকা সিটির বাইরে ৪২৯ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৫৭১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। 

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৬ হাজার ১৬০ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ১১ হাজার ৯৪৬ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৯ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৯৪ জন। 

 

আমার বার্তা/এমই