আবার এক দফা দাবিতে নার্সদের ৪ ঘণ্টার কর্ম বিরতি

প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৫:০৮ | অনলাইন সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক:

আবার  এক দফা দাবিতে নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের উদ্যোগে নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতিতে নেমেছে।

সরেজমিনে গিয়ে জানা গেছে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর একটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল ও সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে কর্মবিরতি  করছেন নার্স এবং মিডওয়াইফারি শিক্ষার্থীসহ চিকিৎসা সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা।

নার্সিং ও মিডওয়াইফারি সংস্কার পরিষদের আহবায়ক ড. মো. শরিফুল ইসলাম বলেন, আমরা দীর্ঘদিন ধরে এক দফা দাবিতে আন্দোলন করে আসছি। ‌ আমাদের দাবি গুলো হলো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল হতে সকল ক্যাডারদের প্রত্যাহার পূর্বক অধিদপ্তরে মহাপরিচালক, পরিচালক, কাউন্সিলে প্রেসিডেন্ট ও রেজিস্টার পদে যোগ্য ও অভিজ্ঞ নার্সদের পদায়ন।

তিনি আরোও জানান আমাদের এই দাবি আদায়ের লক্ষ্যে গত ৯ সেপ্টেম্বর থেকে সকল নার্স, ও মিডওয়াইফ  শিক্ষার্থীরা রোগীসেবা অক্ষুন্ন রেখে আমাদের পরিষদ কর্তৃক ঘোষিত বিভিন্ন কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে আসছি। ইতিমধ্যেই আমরা আমাদের দাবি গুলোর বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং স্বাস্থ্য উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করেছি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি গুলোর মধ্যে ছিল পতাকা মিছিল, সাংবাদিক সম্মেলন, তিন ঘন্টার প্রতিকি কর্মবিরতি, লাল ব্যাজ ধারণ ও তিন ঘন্টার কর্মবিরতি।ওই দিনের কর্মবিরতি চলাকালে মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে আমরা পরবর্তী কর্মবিরতি প্রত্যাহার করি। তিনি আমাদের মৌখিকভাবে বলেছিলেন আমাদের দাবিগুলো মেনে নিবেন। কিন্তু  নার্সেস কাউন্সিলের রেজিস্টার পদে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সাময়িক ভাবে একজন অবসরপ্রাপ্ত নার্সকে রেজিস্টার পদে পদায়ন করেন। যা আমাদের এক দফা দাবির একটি অংশ মাত্র। গত ৬ই অক্টোবর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক সাময়িকভাবে দুইজন নার্সিং কর্মকর্তাকে অধিদপ্তরের পরিচালক পদে পরিপূর্ণভাবে পদায়ন না করে নিজের দায়িত্বের অতিরিক্ত দায়িত্বে পদায়ন করা হয়। এতে সকল নার্স মিডওয়াইফারি শিক্ষার্থী এবং সংস্কার পরিষদ হতাশ হয়েছে। আমাদের দাবি ছিল স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (উপসচিব) প্রশাসন, মোঃ নাসির উদ্দনকে অধিদপ্তর হতে প্রত্যাহার করে মহাপরিচালক পদে এখনও যোগ্য ও অভিজ্ঞ নার্স পদায়ন করা হয়নি। তাই আমরা আজকে এক দফা দাবি পূরণে সংস্কার পরিষদ কর্তৃক ৪ ঘন্টা কর্মবিরতির কর্মসূচি পালন করেছি।

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মো: মতিউর রহমান বলেন, আমাদের এক দফা দাবি মেনে না নেওয়ায় আমরা হতাশ হয়েছি। আমরা আর বাইরে থাকতে চাই না, আমরা চাই আমাদেরকে রোগীর সেবায় নিজেদের নিয়োজিত রাখতে। তিনি আরো জানান, আমরা চাই ২০১৬ সালের নিয়োগ বিধী  দ্রুত বাস্তবায়ন করে  নার্সদের পদন্নোতির মাধ্যমে  শুন্যপদগুলোতে পদায়ন করা। সেই সাথে নার্সিং এ সেবা ক্যাডার দ্রুত চালু করা। আমরা অর্গানোগ্রাম এর সঠিক বাস্তবায়ন চাই অতিরিক্ত দায়িত্ব, নিজ বেতনে অতিরিক্ত দায়িত্ব, চলতি দায়িত্ব আর চাইনা।

আগামীকাল আবারও পাঁচ ঘন্টার কর্মবিরতি পালন করবে নার্সিং সেবায় নিয়োজিত কর্মকর্তা কর্মচারীরা। তবে এ সময় জরুরী বিভাগ, ইমারজেন্সি ওটি, ডায়ালাইসিস, আই সি ইউ, সি সি ইউ, পি আই সি ইউ, এইচ ডি ইউ আওতামুক্ত  থাকবে বলে জানিয়েছেন আহ্বায়ক ড. মোঃ শরিফুল ইসলাম।


আমার বার্তা/এম রানা/এমই