শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে টাইফয়েডের টিকাদান শুরু হবে ১২ অক্টোবর

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৫, ১৬:১৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

সেপ্টেম্বরের পরিবর্তে ১২ অক্টোবর থেকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। 

রোববার (১৭ আগস্ট) সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) প্রোগ্রাম ম্যানেজার আবুল ফজল মোহাম্মদ শাহাবউদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অক্টোবরের ১২ তারিখ থেকে টিকা দেওয়া হবে। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো চিঠি ইস্যু হয়নি। অভ্যন্তরীণ সিদ্ধান্ত হয়েছে।

জানা গেছে, আন্দোলনে থাকার কারণে স্বাস্থ্য সহকারীরা সেপ্টেম্বরে কর্মসূচিতে অংশ নিতে পারবেন না। আর স্বাস্থ্য সহকারীরা অংশ না নিলে এ কার্যক্রম করা সম্ভব নয়। এজন্য সরকার তারিখ পিছিয়েছে। তবে রেজিস্ট্রেশন কার্যক্রম বন্ধ হয়নি। সেটি চলমান।

এর আগে জানানো হয়, দেশের প্রায় ৫ কোটি শিশু-কিশোরকে টাইফয়েডের টিকা দেবে সরকার। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সীরা (১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়স পর্যন্ত) নিতে পারবেন এই টিকা। আগামী ১ সেপ্টেম্বর টিকাদান কর্মসূচি শুরু হবে। প্রথম ১০ দিন শিক্ষার্থীদের নিজ নিজ স্কুলে এই টিকা দেওয়া হবে।

তবে নতুন সূচি অনুযায়ী আগামী ১২ অক্টোবর এই টিকাদান কর্মসূচি শুরু হবে।

আমার বার্তা/এল/এমই