চোখের নিচে কালো দাগ দূর হবে তিনটি উপাদানে

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৩৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

চোখের নিচের কালো দাগ সৌন্দর্যকে ম্লান করে দেয়। আর এই দাগ হয় পর্যাপ্ত ঘুম না হলে। বেশি রাত জাগা, জিনগত কারণ কিংবা মানসিক চাপে থাকলেও চোখের নিচে কালো দাগ পড়ে। কিন্তু আপনি কি জানেন, ঘরে থাকা মাত্র ৩ উপাদানেই এ সমস্যা নিমিষেই দূর করতে পারেন?

ভারতীয় সংবাদমাধ্যম বোল্ড স্কাইয়ের প্রতিবেদন থেকে জানা যায়, ঘুমাতে যাওয়ার আগে নিয়মিত ৩ উপাদান ত্বকে ব্যবহার করলেই চোখের নিচে কালো দাগ দূর হতে শুরু করবে।
 
আসুন এক নজরে জেনে নিই সহজে চোখের নিচের কালো দাগ দূর করার তিন উপায়গুলো-
 
১। শসার রস: সজীব শসা স্লাইস করে কেটে আধ ঘণ্টা ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। দশ মিনিট চোখের উপর রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত দুবার, একটানা সাত দিন। আবার শসা আর লেবুর রস সমান পরিমাণ মিশিয়ে মাখতে পারেন ত্বকে। দিনে একবার করে সাত দিন মাখুন। স্বাভাবিক রং ফিরে আসবে।
 
২। আলুর রস: আলু ব্লেন্ডারে পিষে পেস্ট তৈরি করুন। পেস্ট দাগের উপর মেখে ১০-১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। আলুর পেস্ট করতে ঝামেলা মনে হলে শসার মতো স্লাইস করেও ব্যবহার করতে পারেন। সপ্তাহব্যাপী দিনে ১-২ বার ব্যবহার করলেই চলবে।
 
৩। টমেটো ও লেবুর রস: এক চামচ টমেটোর রস এবং আধা চামচ লেবুর রস মিশিয়ে চোখের নিচে মেখে ১০ মিনিট পর ধুয়ে ফেলুন পানি দিয়ে। দিনে একবার বা দুইবার করে টানা সাত দিন ব্যবহার করুন।

ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিনই রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি ব্যবহার করুন। এরপর প্রাকৃতিক টোনার হিসেবে ত্বকে ব্যবহার করুন গোলাপ জল। ৭-১০ দিন পরই দেখবেন চোখের স্বাভাবিক রং ফেরত আসবে।
  

আমার বার্তা/এল/এমই