আনসার-ভিডিপির সাথে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি স্বাক্ষর
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫, ১১:২৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আনসার-ভিডিপির সাথে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামীণ কল্যাণ হেলথকেয়ার সার্ভিসের মধ্যে আজ এক গুরুত্বপূর্ণ স্বাস্থ্যসেবা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে আনসার ব্যাটালিয়ন সদস্য, অঙ্গীভূত ও সাধারণ আনসার, ভিডিপি সদস্য এবং তাঁদের পরিবারবর্গ উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য স্বাস্থ্যসেবা সুবিধা পাবেন।
চুক্তির আওতায় সদস্য ও তাঁদের পরিবারবর্গ গ্রামীণ কল্যাণ হেলথকেয়ার সার্ভিসের দেশব্যাপী ৩৩ জেলায় অবস্থিত ১৪৪টি স্থায়ী চিকিৎসা কেন্দ্র থেকে অগ্রাধিকার ভিত্তিতে বিশেষ প্যাকেজের আওতায় চিকিৎসা সেবা নিতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে প্যাথলজি, ডায়াগনস্টিক ও হরমোন সম্পর্কিত ৬৫ প্রকার আধুনিক পরীক্ষা-নিরীক্ষা— যেমন ইসিজি, আল্ট্রাসনোগ্রাম, সিবিসি টেস্ট, ইএনটি ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা। এছাড়া,সেকেন্ডারি হাসপাতালসহ ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্রের মাধ্যমে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণের সুবিধাও থাকবে।
বাংলাদেশ আনসার ও ভিডিপি পূর্বে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার এবং ল্যাবএইড গ্রুপ-এর সাথে স্বাস্থ্যসেবা চুক্তি সম্পাদনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের সদস্যদের কল্যাণে নতুন মাত্রা যোগ করেছে। ‘সুখী’ অ্যাপের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে সহজে স্বাস্থ্যসেবা গ্রহণের এই ডিজিটাল প্রক্রিয়া ইতোমধ্যে সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। নতুন এ চুক্তি সেই স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে আরও বিস্তৃত ও গতিশীল করবে, যা সদস্যদের বিলিং এর ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন,
> “বাংলাদেশ আনসার-ভিডিপি যেমন দেশের তৃণমূল পর্যায়ে কাজ করে তেমনি গ্রামীণ কল্যানের স্বাস্থ্যসেবাও তৃণমূলে বিস্তৃত। এই চুক্তির মাধ্যমে আনসার-ভিডিপি সদস্যরা সহজেই দোরগোড়ায় মানসম্মত চিকিৎসা সুবিধা পাবেন, যা তাঁদের কর্মক্ষমতা ও মনোবল বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”
গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান মোঃ আশরাফুল হাসান বলেন,
> “বাংলাদেশ আনসার ও ভিডিপির মতো সুবৃহৎ বাহিনীর সঙ্গে স্বাস্থ্যসেবা কার্যক্রমে অংশীদার হতে পারা আমাদের জন্য এক গৌরবের বিষয়। আমরা আশা করি, এই উদ্যোগ বাহিনীর সদস্যদের কল্যাণে উল্লেখযোগ্য অবদান রাখবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাহিনীর উপমহাপরিচালক (প্রশাসন) কর্ণেল মোঃ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া, উপমহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল, উপমহাপরিচালক (প্রশিক্ষণ) মোঃ রফিকুল ইসলাম, এবং গ্রামীণ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।