শীতের সাথে সাথে নেত্রকোনায় বাড়ছে শিশু রোগীর সংখ্যা
প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

নেত্রকোনায় শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ।
শনিবার (৬ ডিসেম্বর) সকালে জেলা সদর হাসপাতাল ঘুরে দেখা যায়, জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রতিনিয়ত ঠান্ডা জনিত রোগ নিয়ে জেলা সদর হাসপাতালে আসছে রোগীরা।
তার মধ্যে শিশুদের সংখ্যাই বেশি। সর্দি কাশির প্রকোপ অনেক বেশি। শিশু ওয়ার্ডে স্থান সংকুলান থাকায় বারান্দার মেঝেতেও রয়েছে রোগীরা।
জানা গেছে গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) শিশু ওয়ার্ডে বিভিন্ন বয়সের রোগী ছিলো ৯৪ জন। শনিবার বেড়ে হয়েছে ১১০ জন। এছাড়া নিবিড় পর্যবেক্ষণে গতকাল ছিল ৫৪ জন, আজ বেড়ে ৬৫ জন হয়েছে। এরা সব শুন্য থেকে ২৮ দিনের শিশু।
এদিকে ডায়রিয়া ওয়ার্ডে গতকাল ২৪ জন রোগী ভর্তি থাকলেও আজ কমে ১৩ জন রয়েছে। তবে সর্দি কাশির রোগীর সংখ্যা বাড়ছে বলে জানায় সংশ্লিষ্টরা।
মদন থেকে আসা রিপন মিয়া জানান, গেল চারদিন ধরে তার ১৫ দিনের নবজাতক নিয়ে হাসপাতালে। ঠান্ডা-কাশিতে হাপাচ্ছে অসংখ্য রোগী। নার্সেরাও সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
আমার বার্তা/এল/এমই
