গাজা ইস্যুতে চীনে আরব ও মুসলিম দেশের মন্ত্রীরা

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৩, ১৪:১৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

গাজা ইস্যুতে চীনে আরব ও মুসলিম দেশের মন্ত্রীরা। ছবি : সংগৃহীত

বেইজিং সফরে গিয়ে গাজায় দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশের মন্ত্রীরা।

সোমবার (২০ নভেম্বর) বেইজিংয়ে পা রাখার পরই তারা এ আহ্বান জানান। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর কথাও বলেন আরব ও মুসলিম দেশের প্রতিনিধিরা। খবর আল আরাবিয়া

প্রতিনিধি দলটি জাতিসংঘের স্থায়ী নিরাপত্তা পরিষদের সদস্যদের সঙ্গে দেখা করবেন। তাদের উদ্দেশ্য গাজায় যুদ্ধ বন্ধে পশ্চিমাদের ওপর চাপ সৃষ্টি করা এবং ফিলিস্তিনিদের স্বার্থ রক্ষা করা। এ লক্ষ্যে তারা চীন সফর করছেন।

সোমবার এ বিষয়ে চীনের শীর্ষ কূটনৈতিক এবং পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং ইসলামিক করপোরেশন সংগঠনসহ অন্যান্য দেশের প্রতিনিধিরা।

চলতি মাসে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত আরব ও ইসলামিক দেশগুলোর প্রতিনিধিদের বৈঠকে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করার আহ্বান জানানো হয়।

এদিকে, গাজায় যুদ্ধ বন্ধ করতে সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে যাচ্ছে। এ চাপ আরও বাড়ানোর জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মাদ বিন সালাম আরব ও মুসলিম দেশের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তবে ওই বৈঠকে ইসরায়েলের বিরুদ্ধে চাপ প্রয়োগে অস্বীকৃতি জানায় আরব আমিরাত ও বাহরাইন।

আমার বার্তা/জেএইচ