জেরুজালেমে সন্ত্রাসী হামলা, নিহত ৩
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ১২:৫৬ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
জেরুজালেমের প্রবেশদ্বারের কাছে সন্ত্রাসী হামলা হয়েছে। অস্ত্রধারীদের গুলিতে ২৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। ইসরায়েলের মেগান ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
এদিকে আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে ইসরায়েল বাহিনী দুইজন হামলাকারীকে হত্যা করেছে।
ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গুলিতে সাতজন আহত হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হচ্ছে। অন্য পাঁচজনকে শাড়ে জেদেক মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
হাসপাতালটি পাঁচজন আহতকে ভর্তির কথা নিশ্চিত করেছে। বলেছে, এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর এবং একজন সামান্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখন পর্যন্ত জানানো হয়নি।
এদিকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি আরও একদিন বাড়ানো হয়েছে। এ নিয়ে টানা সাতদিন ধরে গাজায় যুদ্ধবিরতি চলছে এবং দ্বিতীয় দফায় এ যুদ্ধবিরতি বাড়ানো হলো।
আমার বার্তা/জেএইচ