মধ্য আকাশে ২ হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ১০
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫০ | অনলাইন সংস্করণ
অনলাইন ডেস্ক:
মালয়েশিয়ান নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে দেশটির লুমুত শহরে এই ঘটনা ঘটে। যেখানে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, নৌবাহিনীর কুচকাওয়াজে সামরিক মহড়া চলাকালীন আকাশে দুটি হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষের পর একটি মাটিতে পড়লেও আরেকটি গিয়ে পড়ে সুইমিং পুলে।
এরমধ্যে একটি হেলিকপ্টারে সাতজন ক্রু ছিলেন। আরেকটিতে তিনজন। সবাই নিহত হয়েছেন।
উল্লেখ্য, গত মার্চে মালয়েশিয়ার আংসা দ্বীপের কাছে মালয়েশিয়ার কোস্টগার্ডের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পরে জেলারা বিমানে থাকা পাইলট, কো-পাইলট ও দুই যাত্রীকে উদ্ধার করেন।
আমার বার্তা/এমই