শহিদ দিবসে গৃহবন্দি জম্মু ও কাশ্মীরের সাবেক দুই মুখ্যমন্ত্রী

প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ১৭:০৬ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ভারতের জম্মু ও কাশ্মীরে শহিদ দিবসে ওই দুই অঞ্চলের সাবেক মুখ্যমন্ত্রী পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এবং ওমর আব্দুল্লাকে গৃহবন্দি করা হয়েছে। এ দুই নেতার দাবি শহিদদের সমাধিস্থল মাজাই-ই-শুহাদায় পরিদর্শনে বাঁধা দিতে তাদের গৃহবন্দি করা হয়েছে।

সংবাদমাধ্যম আনন্দবাজার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মেহবুবা মুফতি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোষ্টে লিখেছেন, আমরা যেন মাজাই-ই-শুহাদা পরিদর্শন না করতে পারি তাই আমাদের বাসার মূল ফটকে তালা দিয়ে গৃহবন্দি করা হয়েছে। আমাদের শহিদদের আত্মত্যাগের ইতিহাস প্রমাণ করে মাজাই-ই-শুহাদা কর্তৃত্ববাদ, নিপীড়ন এবং অবিচারের বিরুদ্ধে কাশ্মীরের প্রতিরোধের একটি স্থান। আমাদের চেতনাকে চূর্ণ হতে দেয়া যাবে না।

উল্লেখ্য, ১৯৩১ সালে জম্মু ও কাশ্মীরের ব্রিটিশ মহারাজার বাহিনীর হাতে ২২ জন কাশ্মীরি বিদ্রোহীর প্রাণ গিয়েছিল, তাঁদের স্মরণে ১৩ জুলাই দীর্ঘ দিন ধরে ‘শহিদ দিবস’ পালিত হয়ে আসছে। কিন্তু ২০১৯ সালের ৫ আগস্ট নরেন্দ্র মোদি সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা দানকারী ৩৭০ নম্বর ধারা বাতিল করার পর সেই প্রথা জোর করে বন্ধ করা হয়।


আমার বার্তা/এমই