খান ইউনিসে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর

প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ১৫:৩৮ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার খান ইউনিসে অন্তত ১০০ সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৬ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক পোস্টে ইসরায়েলি বাহিনী বলেছে, ইসরায়েলি বিমান সন্ত্রাসীদের সাতটি সেল নিঃশেষ করে দিয়েছে। তবে ইসরায়েলি বাহিনীর এসব দাবি সম্পর্কে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হামাস।  

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। ৭ অক্টোবর থেকে গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছোড়ে হামাসের যোদ্ধারা। সেইসঙ্গে ইসরায়েলি সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায় হামাস। সেইসময় অন্তত ১২০০ ইসরায়েলি নিহত হয়। সেইসঙ্গে তিন শতাধিক ব্যক্তিকে জিম্মি করে হামাস।

এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ৯০ হাজারের বেশি। সেইসঙ্গে ২০ হাজারের বেশি শিশু নিখোঁজ রয়েছে।


আমার বার্তা/জেএইচ