কমলা হ্যারিসকে একহাত নিলেন ডোনাল্ড ট্রাম্প

প্রকাশ : ২৭ জুলাই ২০২৪, ১৩:০২ | অনলাইন সংস্করণ

  অনলাইন ডেস্ক:

মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির নতুন প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিসের কড়া সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প বলেছেন, কমলা নেতানিয়াহুর বক্তব্য এড়িয়ে গেছেন কারণ তিনি ইহুদিদের পছন্দ করেন না। শনিবার (২৭ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ ফ্লোরিডায় একটি ধর্মীয় সম্মেলনে ট্রাম্প বলেন, কমলা ইহুদিদের পছন্দ করেন না, তিনি ইসরায়েলকে পছন্দ করেন না এবং তিনি বদলাবেন না।

গত বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি গাজায় চলমান ইসরায়েলের যুদ্ধের পক্ষে সাফাই গেয়ে যুক্তরাষ্ট্রের অব্যাহত সমর্থন চেয়েছেন এবং বিক্ষোভকারীদের উপহাস করেছেন।

বিভিন্ন রিপোর্টের বরাতে বলা হয়েছে, পূর্ব-পরিকল্পিত নির্বাচনী ক্যাম্পের কারণে নেতানিয়াহুর ভাষণে উপস্থিত ছিলেন না কমলা হ্যারিস। এছাড়া কমলা হ্যারিসের স্বামী একজন ইহুদি।


আমার বার্তা/জেএইচ