এবার হিজবুল্লাহর সিনিয়র কমান্ডারকে হত্যা করল ইসরায়েল
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১২:৫৮ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন
ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (৮ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার লেবাননের রাজধানী বৈরুতে হামলা চালিয়ে হিজবুল্লাহ সদরদপ্তরের কমান্ডার সুহাইল হুসেইন হুসেইনি হত্যা করা হয়েছে। ইরান থেকে অস্ত্র সহবরাহ করতেন হুসেইন। সেইসঙ্গে হিজবুল্লাহর বিভিন্ন ইউনিটে তা পাঠাতো।
তবে হুসেইনের নিহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হিজবুল্লাহ।
এর আগে গত ২৭ সেপ্টেম্বর বৈরুতে অতর্কিত বোমা হামলা চালিয়ে হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এ ছাড়া ইসরায়েলি হামলার কারণে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি কাশেমও নিহত হয়েছেন বলে খবর চাউর হয়েছে।
আমার বার্তা/জেএইচ