ইরানে হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয়: পেন্টাগন

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৪, ১০:১৩ | অনলাইন সংস্করণ

  আন্তর্জাতিক ডেস্ক

ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। তবে ইসরায়েল তাদের হামলার কথা জানিয়েছে।

এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস ইরানের ওপর ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করবেন।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকেও ইসরায়েলি হামলা সম্পর্কে অবহিত করা হয়েছে। তিনি এর ওপর কড়া নজর রাখছেন।

ইরানে বিমান হামলার বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী বলছে তারা ইরানের সামরিক ঘাঁটিতে আক্রমণ চালিয়েছে।

এর আগে, ইরানি বার্তা সংস্থা ইরনা বলছে, দেশটির রাজধানী তেহরান ও কারাজ শহরে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

যদিও ইসরায়েলের বিমান হামলা নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি ইরান।

উল্লেখ্য, হামাস নেতা ইসমাইল হানিয়া ও হিজবুল্লাহ প্রধানকে হত্যার প্রতিক্রিয়ায় ১ অক্টোবর ইসরায়েলে প্রায় দুই শ ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। তেহরানের হামলার প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছিল তেল আবিব। তবে ইরানের তেল ও পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলার পরিকল্পনায় সমর্থন দেয়নি যুক্তরাষ্ট্র।


আমার বার্তা/জেএইচ