লেবাননে ইসরায়েল-হিজবুল্লাহর যুদ্ধবিরতি কার্যকর

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১০:২০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

অবশেষে লেবাননে ইসরায়েল এবং ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার স্থানীয় সময় ভোর ৪টা থেকে (বাংলাদেশ সময় সকাল ৮টা) এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। খবর রয়টার্সের।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লেবাননে ইসরায়েল, হিজবুল্লাহর মধ্যকার এ চুক্তির মেয়াদ প্রাথমিক অবস্থায় থাকবে ৬০ দিন। পরে এটি আবারও বৃদ্ধি করা হবে। চুক্তিটি ইসরায়েল-লেবানিজ সীমান্তজুড়ে সংঘাতের অবসান ঘটিয়েছে।

যুদ্ধবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, উভয় পক্ষই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের মধ্যস্থতায় চুক্তিটি মেনে নিয়েছে।

হোয়াইট হাউসে বক্তব্য দেওয়ার সময় বাইডেন বলেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা ১০-১ ভোটে এই চুক্তি অনুমোদন করেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে কথা বলেছেন। সংঘর্ষ স্থানীয় সময় ভোর ৪টা (বাংলাদেশ সময় সকাল ৮টা) শেষ হবে বলে জানান তিনি।

তিনি বলেন, এই চুক্তি স্থায়ী যুদ্ধবিরতির জন্য তৈরি করা হয়েছে। হিজবুল্লাহ ও অন্যান্য সন্ত্রাসী সংগঠন ইসরায়েলের নিরাপত্তাকে আর হুমকির মুখে ফেলতে পারবে না। উভয় পক্ষের বেসামরিক জনগণ শিগগিরই নিরাপদে তাদের নিজ নিজ কমিউনিটিতে ফিরে যেতে পারবে।

প্রাথমিক অবস্থায় এ চুক্তির মেয়াদ থাকবে ৬০ দিন। পরবর্তীতে এটি আবারও বৃদ্ধি করা হবে। এ চুক্তির মধ্য দিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের এক বছরেরও বেশি সময় ধরে চলমান রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে। এই সংঘাতে হাজার হাজার সামরিক ও বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।


আমার বার্তা/জেএইচ