কানাডায় নির্বাচন: জয়ের পথে মার্ক কার্নির লিবারেল পার্টি
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কানাডার বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি দেশটির ফেডারেল নির্বাচনে জয় পেতে যাচ্ছেদেশটির স্থানীয় মিডিয়ার পূর্বাভাসের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে সিএনএন।
প্রতিবেদনে বলা হয়েছে, সিটিভি এবং সিবিসি নিউজের পূর্বাভাসে বলা হয়েছে, নতুন সরকার গঠন করার জন্য লিবারেল পার্টি পর্যাপ্ত সংখ্যক আসনে জয় পেতে যাচ্ছে।
সিবিসি বলছে, গতকাল ভোটগ্রহণ শেষে এখনও ভোট গণনা চলছে। তাই এখনো পুরোপুরি বলা যাচ্ছে না লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে পারবে কিনা। সংখ্যাগরিষ্ঠতা অর্জনে যেকোনো দলকে ১৭২টি আসন দরকার।
এর আগে গত রোববার ইপসোসের করা এক জরিপে, লিবারেল দল ৪২ শতাংশ ও কনজারভেটিভ দল ৩৮ শতাংশ জনসমর্থন পেয়েছিল।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ক্রমাগত হুমকির মধ্যে দেশটিতে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হলো।
লিবারেল পার্টির নেতার মার্ক কার্নি শুরু থেকে বলে আসছেন, তিনি ট্রাম্পের এসব হুমকি ভালোভাবেই মোকাবিলা করবেন। তাই ফলাফলের পূর্বাভাস সত্যি হলে কানাডা ট্রাম্পবিরোধী একটি সরকার পেতে যাচ্ছে।
আমার বার্তা/জেএইচ