ভারত-পাকিস্তানের সেনাদের গোলাগুলি, ভারত-শাসিত কাশ্মিরে নিহত ৭
প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৩:১৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি ভারতীয়।
কাশ্মির উপত্যকার পুঞ্চ জেলায় হতাহতের এই ঘটনা ঘটে। বুধবার (৭ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ভারত-শাসিত কাশ্মিরের পুঞ্চ জেলার একজন শীর্ষ কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, পুঞ্চ জেলায় সীমান্তবর্তী অঞ্চলে গোলাগুলিতে কমপক্ষে সাতজন নিহত এবং প্রায় ৩২ জন আহত হয়েছেন।
পুঞ্চ জেলাটি ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত সীমান্ত নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে অবস্থিত। পুঞ্চের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট আজহার মজিদ বলেছেন, “এখন গোলাগুলি বন্ধ হয়ে গেছে। আমরা পরিস্থিতি পর্যালোচনা করছি”।
ভারতীয় সেনাবাহিনীর একজন মুখপাত্র এর আগে এই অঞ্চলে তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন।
এদিকে ভারত পাকিস্তানের অভ্যন্তরে একাধিক হামলা চালানোর পর পাকিস্তান পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নিশ্চিত করেছেন।
তিনি উল্লেখ করেছেন, সমস্ত ভারতীয় বিমান তাদের আকাশসীমায় গুলি করে ভূপাতিত করা হয়েছে।
পাকিস্তানের এই প্রধান সামরিক মুখপাত্রের মতে, কাশ্মিরের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর বর্তমানে তীব্র গুলি বিনিময় চলছে। তিনি আরও নিশ্চিত করেছেন, পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) সমস্ত বিমান নিরাপদ রয়েছে।
এদিকে পাকিস্তানের বেশ কয়েকটি নিরাপত্তা সূত্র জিও নিউজকে জানিয়েছে, পাকিস্তানের হামলায় ভূপাতিত ভারতীয় বিমানগুলোর মধ্যে তিনটি রাফাল ফাইটার জেট, একটি মিগ-২৯ এবং একটি এসইউ-৩০ যুদ্ধবিমান রয়েছে।
আমার বার্তা/জেএইচ