ভারতের পেহেলগাঁওয়ের উত্তর প্রদেশে ৯০ বাংলাদেশিকে আটকের দাবি

প্রকাশ : ১৭ মে ২০২৫, ১৩:৫৮ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ভারতে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কড়াকড়ি অবস্থান নিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। পেহেলগাঁওয়ের ঘটনার পর ভারতে অবস্থানরত সব পাকিস্তানি নাগরিকদের দ্রুত ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করে এই বিষয়ে সুনির্দিষ্ট বার্তা দিয়েছেন। একইসঙ্গে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের চিহ্নিত ও আটক করতে রাজ্যের পুলিশ এবং সীমান্ত রক্ষা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই এর খবরের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যমে দাবি করা হয়, সম্প্রতি ভারত-নেপাল সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে। এছাড়া মহারাষ্ট্র থেকে পাঁচজন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

এবার উত্তর প্রদেশের মথুরা থেকে একসঙ্গে ৯০ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। খবর- দি ইন্ডিয়ান এক্সপ্রেস

সংবাদ মাধ্যমটি দাবি করে, মথুরায় দীর্ঘদিন ধরে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছিল। শুক্রবার (১৬ মে) স্থানীয় নৌঝিল থানার খাজপুর গ্রামের ইটভাটা এলাকা থেকে পুলিশ তাদের আটক করে।

মথুরার পুলিশ সুপার (এসএসপি) শ্লোক কুমার জানান, অভিযানের সময় স্থানীয় কিছু ইটভাটায় তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৩৫ জন পুরুষ, ২৭ জন নারী এবং ২৮ জন শিশুকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদের সময় আটককৃতরা নিজেদের বাংলাদেশি নাগরিক বলে স্বীকার করেছেন এবং বৈধ কোনো কাগজপত্র দেখাতে ব্যর্থ হন।

পুলিশ জানায়, তিন থেকে চার মাস আগে প্রতিবেশী রাজ্যের মাধ্যমে তারা মথুরায় প্রবেশ করেন।

এদিকে আটকদের কাছ থেকে কিছু আধার কার্ড উদ্ধার করা হয়েছে, যা জাল নথির মাধ্যমে তৈরি করা হয়েছিল বলে ধারণা পুলিশের। পুলিশ তাদের সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার এবং সহযোগীদের সন্ধান করছে।

পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং শিগগিরই এ বিষয়ে আরও তথ্য উদঘাটন হবে।


আমার বার্তা/এল/এমই