রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, রোববার (২০ জুলাই) রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে ৩২ মিনিটের মধ্যে তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
ইউএসজিএস ওয়েবসাইটের তথ্যানুসারে, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের একই এলাকায় তিনটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
আল জাজিরা বলছে, দুইটি ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭ মাত্রায়। আরেকটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। একই এলাকায় ৫ দশমিক শূন্য মাত্রার আরেকটি ভূমিকম্পেরও খবর পাওয়া গেছে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, রোববার কামচাটস্কি অঞ্চলের পূর্বে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। পরে সংস্থাটি জানিয়েছে, এটি ছিল ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প।
আল জাজিরা জানায়, পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহরে ১ লাখ ৬৩ হাজারের বেশি বাসিন্দা রয়েছে। শহরটি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জাপানের উত্তর-পূর্বে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কা রাজ্যের পশ্চিমে কমচাতকা অঞ্চলে অবস্থিত।
আমার বার্তা/এল/এমই