বিশ্ববাজারে কমেছে দুগ্ধজাত পণ্যের দাম
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ১৫:০১ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বিশ্ববাজারে নিম্নমুখী দুগ্ধজাতীয় পণ্যের দাম। আগস্টে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। তবে অপরিবর্তিত বাটার মিল্ক পাউডারের দর।
গ্লোবাল ডেইরি ট্রেড জিডিটির আগস্ট মাসের দ্বিতীয় নিলামের তথ্য বলছে, গত নিলামের তুলনায় শূন্য দশমিক ৩ শতাংশ কমেছে দুগ্ধজাত পণ্যের দাম। এই নিলামে বেচাকেনা হয়েছে ৩৬ হাজার ৫৫৩ টন পণ্য। টনপ্রতি গড় দাম পড়েছে ৪ হাজার ২৯১ ডলার।
নিলামে সবচেয়ে বেশি কমেছে মোজারেলার দাম। টনপ্রতি গড়মূল্য পৌঁছেছে ৪ হাজার ৪৪৭ ডলারে। ননিছাড়া গুঁড়া দুধের দামও ১ দশমিক ৮ শতাংশ কমে টন প্রতি হয়েছে ২ হাজার ৭৫৬ ডলার।
কমেছে চেডারের দামও। শূন্য দশমিক ৫ শতাংশ কমে প্রতি টন এই পণ্য বেচাকেনা হয়েছে ৪ হাজার ৫৪৮ ডলারে। মাখনের দাম ১ শতাংশ কমে টন প্রতি দাঁড়িয়েছে ৭ হাজার ১৪৪ ডলারে।
তবে বেড়েছে আর্দ্রতামুক্ত মিল্ক ফ্যাটের দাম। টনপ্রতি দশমিক ১ শতাংশ বেড়ে গড়মূল্য দাঁড়িয়েছে ৭ হাজার ৭৮ ডলারে। ননিযুক্ত গুঁড়া দুধের দামও দশমিক ৩ শতাংশ বেড়ে টনপ্রতি বেচাকেনা হয়েছে ৪ হাজার ৩৬ ডলারে। তবে অপরিবর্তিত রয়েছে বাটার মিল্ক পাউডারের দর।
আমার বার্তা/এল/এমই