ড্রোন আতঙ্কে আবারও বন্ধ হলো জার্মানির মিউনিখ বিমানবন্দর
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ১১:০৫ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

জার্মানির আকাশে ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয়বারের মতো একাধিক সন্দেহভাজন ড্রোন উড়তে দেখা গেছে। ড্রোনগুলো কোন দেশের বা কারা উড়িয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এক দিনের ব্যবধানে মিউনিখ বিমানবন্দর দ্বিতীয়বারের বন্ধ করে দেয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় এক বিবৃতিতে মিউনিখ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৮টা ৩০ মিনিট থেকে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ফলে প্রায় সাড়ে ৬ হাজার যাত্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় মিউনিখে কমপক্ষে ১৭টি ফ্লাইট বন্ধ রাখা হয়। ওই সময় বিমানবন্দরের কাছাকাছি আকাশসীমায় একাধিক ড্রোন চলাচল করতে দেখা গেছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপের বিভিন্ন দেশের আকাশসীমায় বার বার ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে। বেলজিয়ামের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার বেলজিয়াম কর্তৃপক্ষ ১৫টি ড্রোনের উপস্থিতির বিষয়ে তদন্ত করছে। এসব ড্রোন জার্মান সীমান্তের কাছে এলসেনবর্ন সামরিক স্থাপনার ওপরে দেখা গেছে।
বিবিসি বলছে, ড্রোনগুলো শনাক্ত হওয়ার পর বেলজিয়াম থেকে জার্মানিতে উড়তে দেখা যায়। জার্মানির ছোট্ট শহর ডুরেনের পুলিশও ড্রোনগুলো পর্যবেক্ষণ করেছে।
তবে এসব ড্রোন কোথায় থেকে এসেছে বা বা কারা এগুলো পরিচালনা করেছে তা শনাক্ত কা যায়নি।
জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডব্রিন্ড বলেছেন, শনিবার ইউরোপীয় স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ড্রোন-বিরোধী প্রতিরক্ষার বিষয়টি উত্থাপন করবেন।
শুক্রবারের আগে তিনি এমন একটি প্রস্তাবিত আইন সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই আইনের মাধ্যমে পুলিশ সেনাবাহিনীকে ড্রোন গুলো গুলি করে নামানোর জন্য অনুরোধ করতে পারে।
আমার বার্তা/এল/এমই
