মালয়েশিয়ায় প্রায় ছয় শিক্ষার্থী ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত, স্কুল বন্ধ ঘোষণা

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ১৪:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

মালয়েশিয়ায় প্রায় ৬,০০০ শিক্ষার্থী ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়েছে। শিশু ও কর্মীদের নিরাপত্তার জন্য বেশ কয়েকটি স্কুল বন্ধ রাখা হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এসব তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ (অক্টোবর) বার্তা সংস্থা রযটার্সের প্রতিবেদনে এ খবর জানানো হয়। 
 
স্থানীয় একটি সংবাদ সম্প্রচার মাধ্যমে পোস্ট করা মন্তব্যের একটি ভিডিও অনুসারে, সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ আজম আহমেদ বলেন, কোভিড-১৯ মহামারীর সময় থেকে সংক্রামক রোগ মোকাবেলায় আমাদের ইতিমধ্যেই ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।  

তিনি আরও বলেন, আমরা স্কুলগুলোকে নির্দেশিকাগুলো অনুসরণ করার কথা মনে করিয়ে দিয়েছি। যেমন মাস্ক ব্যবহার করা, শিক্ষার্থীদের দলগত কর্মকাণ্ড না করা।

তিনি কতগুলো স্কুল বন্ধ করা হয়েছে তা নির্দিষ্ট করে বলেননি, তবে বলেছেন, সারা দেশে বেশ কয়েকটি এলাকায় সংক্রমণ শনাক্ত করা হয়েছে।

গত সপ্তাহে, স্বাস্থ্য মন্ত্রণালয় সারা দেশে ৯৭টি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের খবর দিয়েছে, যা আগের সপ্তাহে ১৪টি ছিল। যার বেশিরভাগই স্কুল এবং কিন্ডারগার্টেনগুলোতে রিপোর্ট করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই