গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তা নির্ধারণ করবে ইসরায়েল: নেতানিয়াহু

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১১:৫৫ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ট্রাম্পের গাজা শান্তি চুক্তিতে গাজায় যুদ্ধবিরতি রক্ষার্থে বিভিন্ন দেশের বাহিনীর সমন্বয়ে বহুজাতিক বাহিনী গঠনের প্রস্তাব ছিল। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় কোন বিদেশি বাহিনী প্রবেশ করবে তা নির্ধারণ করবে ইসরায়েল, অন্য কোনো দেশ নয়।

রোববার (২৬ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমাদের নিরাপত্তার নিয়ন্ত্রণ আমাদের হাতে, এবং আমরা আন্তর্জাতিক বাহিনীর ব্যাপারেও স্পষ্ট করে দিয়েছি যে কোন বাহিনী আমাদের কাছে গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য তা ইসরায়েল নির্ধারণ করবে, এবং আমরা এভাবেই কাজ করি এবং চালিয়ে যাব।’

যদিও ট্রাম্প তার শান্তিচুক্তি বাস্তবায়নে ইতিমধ্যেই গাজায় সৈন্য পাঠিয়েছেন এবং তিনি ইন্দোনেশিয়া, আরব আমিরাত, তুরস্ক, কাতার, মিশর ও আজারবাইজানের সাথে কথা বলছেন যাতে তারা গাজায় শান্তি রক্ষায় বহুজাতিক বাহিনীতে অংশ নিতে পারে।

গত সপ্তাহে নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি গাজা উপত্যকায় তুর্কি নিরাপত্তা বাহিনীর যেকোনো ভূমিকার বিরোধিতা করবেন। গাজায় গণহত্যার চালানোর জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান ইসরায়েল ও নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছিলেন।

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য হামাস গত পাঁচদিনে ১৫ জন ইসরায়েলি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে। আর ইসরায়েল ১৫০ জন ফিলিস্তিনি বন্দীর মরদেহ হস্তান্তর করেছে, যাদের বেশিরভাগের পরিচয় শনাক্ত করা যায়নি।

টানা দুই বছরের এই যুদ্ধে ৬৮, ৫০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত কয়েক লক্ষাধিক ফিলিস্তিনি।


আমার বার্তা/জেএইচ