ন্যাটোকে পরাজিত করা অসম্ভব, কেউ আক্রমণের সাহস করবে না: রুটে

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ১১:০২ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ন্যাটোকে পরাজিত করা অসম্ভব বলে মন্তব্য করেছেন জোটটির মহাসচিব মার্ক রুটে। তাঁর বক্তব্যে, ন্যাটোর ঐক্য, শক্তি ও পারস্পরিক প্রতিরক্ষা নীতি-ই জোটটিকে ‘অজেয় শক্তিতে’ পরিণত করেছে। তাই কোনও প্রতিপক্ষ রাষ্ট্রই ন্যাটোর সদস্য দেশের ওপর হামলার সাহস দেখাবে না বলে মনে করেন তিনি।

রোমানিয়ার রাজধানী বুখারেস্ট সফরকালে বুধবার (৫ নভেম্বর) এক যৌথ সংবাদ সম্মেলনে রুটে এ মন্তব্য করেন। ওই সময় রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দানও উপস্থিত ছিলেন। খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।

রুটে বলেন, 'ন্যাটোর মূল দর্শনই হলো সম্মিলিত প্রতিরক্ষা। যদি রোমানিয়াকে কেউ আক্রমণ করে, তাহলে ন্যাটোর বাকি ৩১টি দেশ সঙ্গে সঙ্গে রোমানিয়ার পাশে দাঁড়াবে। এই কারণেই আমাদের হারানো একেবারেই অসম্ভব— এবং আমি বিশ্বাস করি, কেউ এমন চেষ্টা করবে না।'

তিনি রোমানিয়ার কৃষ্ণসাগর অঞ্চলে নেতৃত্ব ও নিরাপত্তা ভূমিকার প্রশংসা করেন। রুটের মতে, রোমানিয়া, বুলগেরিয়া ও তুরস্কের পারস্পরিক সহযোগিতা রাশিয়া–ইউক্রেন যুদ্ধ পরবর্তী নিরাপত্তা সংকটে কার্যকর ভূমিকা রাখছে।

ন্যাটোর মহাসচিব আরও জানান, রাশিয়ার ড্রোন অনুপ্রবেশ রোমানিয়ার আকাশসীমায় একটি বড় উদ্বেগের বিষয়, এবং ন্যাটো এ ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, 'প্রতিরক্ষাই আমাদের প্রধান অস্ত্র। ন্যাটো প্রস্তুত আছে- প্রয়োজন হলে প্রতিরক্ষার জন্য যা যা দরকার, সব করবে।'

রুটে আরও উল্লেখ করেন, পূর্ব ইউরোপে মার্কিন সেনা উপস্থিতি নিয়মিত সমন্বয়ের অংশ, এতে কোনো অস্বাভাবিকতা নেই। পাশাপাশি তিনি বলেন, 'ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর সহযোগিতা এখন আরও দৃঢ় হচ্ছে, বিশেষ করে অ্যান্টি-ড্রোন প্রযুক্তি উন্নয়নের ক্ষেত্রে।'

রোমানিয়ার প্রেসিডেন্ট নিকুশর দান জানান, তাঁর দেশ ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা জোরদার ও প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বৃদ্ধি নিয়ে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।


আমার বার্তা/জেএইচ