সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ঐতিহাসিক বৈঠক ও মজার মুহূর্ত
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১৩:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই বৈঠককে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে আল-শারার প্রধান লক্ষ্য ছিল সিরিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করানো। তবে আলোচনার পাশাপাশি একটি মজার মুহূর্তও ঘটে। ট্রাম্প আল-শারাকে পারফিউম উপহার দেন এবং হেসে প্রশ্ন করেন, “আপনার স্ত্রী কয়জন?” আল-শারা সোজাসাপ্টা “একজন” উত্তর দেন, যা শুনে সবাই হেসে ওঠেন। ট্রাম্পও হেসে মন্তব্য করেন, “তবে জানেন তো, কখন কী হয় বলা যায় না।”
আল-শারার যুক্তরাষ্ট্র সফরটি বিশেষ গুরুত্ব বহন করছে। একসময় সন্ত্রাসী ও আল-কায়েদার সাবেক কমান্ডার হিসেবে পরিচিত আল-শারার মাথার ওপর ছিল এক কোটি ডলারের পুরস্কার। তবে ১৯৪৬ সালের পর এটি প্রথমবারের মতো কোনো সিরীয় প্রেসিডেন্টের সরকারি হোয়াইট হাউস সফর।
বৈঠকের সময় আল-শারা ট্রাম্পকে প্রাচীন সিরীয় নিদর্শনের উপহার দেন। ট্রাম্প বলেন, “আমাদের সবারই কঠিন অতীত ছিল, তবে তা আমাদের এগিয়ে যাওয়ার সুযোগও দেয়।”
গুরুত্বপূর্ণভাবে, আল-শারা গত বছর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেন। তার যুক্তরাষ্ট্র সফরের মূল উদ্দেশ্য ছিল সিরিয়ার ওপর থাকা নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়া।
