চীনে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে জাপান
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১২:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

তাইয়ান সম্পর্কে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচির মন্তব্যের কারণে তাইওয়ান এবং জাপানের মধ্যে কূটনৈতিক বিরোধ চলছে। এমন পরিস্থিতিতে চীনে বসবাসকারী নিজ দেশের নাগরিকদের আশপাশের পরিবেশ সম্পর্কে সতর্ক থাকতে এবং বিশাল জনসমাগম এড়িয়ে চলার বিষয়ে সতর্ক করেছে জাপান। খবর রয়টার্সের।
ক্রমবর্ধমান এই বিরোধের কারণে এরই মধ্যে বেইজিং চীনা নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। এদিকে সোমবার চীনে অবস্থিত জাপানি দূতাবাস তাদের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেছে, আপনার আশপাশের পরিবেশের দিকে মনোযোগ দিন এবং যেখানে বিশাল জনসমাগম হয় এমন স্থানগুলো এড়িয়ে চলুন।
এর আগে গত ৭ নভেম্বর জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন, তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে। তার এই মন্তব্যকে উসকানিমূলক বলে অভিযোগ করেছে চীন।
পরে শুক্রবার (১৪ নভেম্বর) বেইজিং জানায়, তারা জাপানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাল্টা টোকিওও চীনের রাষ্ট্রদূতকে তলব করেছে।
টোকিও বলছে, তাইওয়ান নিয়ে তাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। জাপানের একটি দ্বীপ থেকে তাইওয়ানের দূরত্ব মাত্র ১০০ কিলোমিটার।
শুক্রবার রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট পোস্টে চীনা নাগরিকদের সতর্ক করে বলে, তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্য উসকানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে।
জাপানি দূতাবাসের সতর্কীকরণে নাগরিকদের ‘স্থানীয় রীতিনীতিকে সম্মান করার এবং স্থানীয় জনগণের সাথে যোগাযোগ করার সময় কথাবার্তা এবং মনোভাব সম্পর্কে সতর্ক থাকার’ পরামর্শ দেওয়া হয়েছে।
আমার বার্তা/এল/এমই
