ইয়েমেনি বন্দরে সৌদি আরবের নেতৃত্বে বিমান হামলা

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ১৭:৫০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

ইয়েমেনের মুকাল্লা বন্দরে বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। চলতি মাসের শুরুতে সৌদির সীমান্তবর্তী ইয়েমেনের সর্ববৃহৎ প্রদেশ হারদামাউত দখল করে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)।

এরপর থেকেই এসটিসির যোদ্ধাদের সরে যাওয়ার আহ্বান জানাচ্ছিল সৌদি। কিন্তু তারা না সরায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মুকাল্লা বন্দরে হামলা চালিয়েছে সৌদির নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের সরকার ও সৌদি আরব জানিয়েছে, এসটিসির জন্য আনা অস্ত্র রাখা ছিল ওই বন্দরে। তাই সেখানে বিমান সীমিত বিমান হামলা চালানো হয়েছে।

ইয়েমেনের সরকারের একটি সূত্র জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাত এসব অস্ত্র এসটিসির জন্য পাঠিয়েছে। এগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।

এ হামলার কয়েক ঘণ্টা পর সৌদি আরব এক বিবৃতি দিয়েছে। দেশটি বলেছে, নিজেদের নিরাপত্তা তাদের জন্য ‘রেড লাইন’ এবং এ নিরাপত্তাকে তারা যে কোনোখভাবে রক্ষা করবে।

গতকাল সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা প্রত্যাশা করে গালফ অঞ্চলের আরব দেশগুলোর মধ্যে সযে সৌহার্য্যপূর্ণ সম্পর্ক আছে সেটি রক্ষায় আমিরাত যথাযথ ব্যবস্থা নেবে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি জানিয়েছেন, গত শনি ও রোববার মুকুল্লা বন্দরে দুটি জাহাজ প্রবেশ করে। কিন্তু এগুলো জোট থেকে কোনো অনুমতি নেয়নি। এছাড়া জাহাজগুলো তাদের ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে রাখে। এরপর জাহাজগুলো থেকে বন্দরে বিপুল অস্ত্র খালাস করা হয়। এই অস্ত্রগুলো এসটিসির জন্য আনা হয়।

সৌদি সমর্থিত ইয়েমেনের সরকার প্রধান রাশেদ আল-আলিমি গতকাল মঙ্গলবার আমিরাতকে তাদের সব সেনাকে ২৪ ঘণ্টার মধ্যে ইয়েমেন ছাড়ার আল্টিমেটাম দিয়েছেন।

সূত্র: আলজাজিরা

আমার বার্তা/এল/এমই