ভারতে কারাবন্দি অ্যাক্টিভিস্টকে মামদানির চিঠি, ক্ষুব্ধ নয়াদিল্লি

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৪:৫১ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

ভারতে কঠোর সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় ৫ বছরেরও বেশি সময় ধরে কারাগারে বন্দি আছেন উমর খালিদ নামে এক অ্যাক্টিভিস্ট। সম্প্রতি কারাবন্দি এ অ্যাক্টিভিস্টকে একটি চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি। এতে মামদানির ওপর চরম ক্ষুব্ধ হয়েছে ভারত সরকার। 

মামদানিকে উদ্দেশ্য করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট ভাষায় বলেছেন, একটি গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি সম্মান দেখানো উচিত জনপ্রতিনিধিদের।

শুক্রবার (৯ জানুয়ারি) ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তিনি।

জানা যায়, ২০২০ সালের সেপ্টেম্বর মাসে উমর খালিদকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। এরপর থেকেই কারাগারে আছেন তিনি। উমর খালিদের বিরুদ্ধে ভারতের কঠোর সন্ত্রাসবিরোধী আইন— অবৈধ কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএ’র আওতায় মামলা করা হয়। মামলাটি ২০২০ সালের ফেব্রুয়ারিতে উত্তর-পূর্ব দিল্লিতে সংঘটিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত। ওই সময় নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) পক্ষে ও বিপক্ষে থাকা গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ হয়।

ভারতীয় বংশোদ্ভূত নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি গত মাসে যুক্তরাষ্ট্রে উমর খালিদের মা-বাবার সঙ্গে সাক্ষাতের সময় একটি হাতে লেখা নোট তুলে দেন। সেই নোটটি পরে তারা কারাগারে থাকা উমর খালিদের কাছে পৌঁছে দেন। ওই নোটে উমর খালিদের প্রতি নিজের সংহতি প্রকাশ করেন মামদানি।

বিষয়টি সামনে আনা হলে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা আশা করি, অন্য গণতান্ত্রিক দেশের বিচার বিভাগের স্বাধীনতার প্রতি জনপ্রতিনিধিরা সম্মান প্রদর্শন করবেন।

তিনি আরও বলেন, ব্যক্তিগত পক্ষপাতমূলক মতামত প্রকাশ করা দায়িত্বশীল পদে থাকা ব্যক্তিদের জন্য শোভনীয় নয়। এ ধরনের মন্তব্যের পরিবর্তে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনের দিকেই মনোযোগ দেওয়া উচিত তাদের।


আমার বার্তা/জেএইচ